নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর:নয়াদিল্লি রেল স্টেশনের প্রস্তাবিত নয়া রূপরেখা প্রকাশ করল ভারতীয় রেলমন্ত্রক ৷ একটি সাই-ফাই ফিউচারিস্টিক (Futuristic Design of New Delhi Railway Station) মুভির মাধ্যমে সেই ছবি তুলে ধরা হয়েছে ৷ যে ছবি দেখে সোশাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ৷ কেউ কেউ নয়াদিল্লি রেল স্টেশনের নয়া রূপের ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷ আবার অনেকে প্রশ্ন তুলেছেন, দিল্লির আবহাওয়ার জন্য নতুন এই রেল স্টেশন কতটা নিরাপদ ৷
তবে, রেলমন্ত্রকের তরফে নয়াদিল্লি স্টেশনের নতুন এই ছবির সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে ৷ মন্ত্রকের তরফে টুইট করে বলা হয়েছে, ‘‘নতুন একটি যুগের সূচনা ৷ নয়াদিল্লি রেল স্টেশনের সংস্কারে প্রস্তাবিত নতুন রূপ ৷’’ সেই সঙ্গে ছবিও পোস্ট করা হয় ৷ নয়াদিল্লি রেল স্টেশনের প্রস্তাবিত ছবিটি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও (Railways Minister Ashwini Vaishnaw) শেয়ার করেছেন ৷ যেখানে তিনি লিখেছেন, ‘‘অমৃতকালের রেল স্টেশন’’ ৷ ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করার কয়েক মুহূর্তের মধ্যেই কয়েক হাজার লাইক ও শেয়ার হয়ে গিয়েছে ৷