মুম্বই, 6 ফেব্রুয়ারি: 'মেরি আওয়াজ হি পেহচান হে...' নিজের অফুরান গানের ডালি ফেলে রেখে না ফেরার দেশে সুরসমম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৷ চোখের জলে তাঁদের প্রিয় লতা দিদিকে বিদায় জানালেন মুম্বইবাসী ৷ মুম্বইয়ের শিবাজি পার্কে এদিন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল ভারতের নাইটিঙ্গলের (Lata Mangeshkar funeral) ৷ শেষকৃত্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, রাজ্যপাল ভগতসিং কোশিয়ারি, সচিন তেন্ডুলকর, শাহরুখ খান, এনসিপি প্রধান শরদ পাওয়ার, গীতিকার জাভেদ আখতার প্রমুখ ৷ লতা মঙ্গেশকরের দুই বোন আশা ভোঁশলে, ঊষা মঙ্গেশকর, ভাই হৃদয়নাথ মঙ্গেশকর-সহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন ৷
এদিন সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ শুরু হয় ভারতরত্ন লতা মঙ্গেশকরের শেষকৃত্যের পর্ব ৷ তার আগে তাঁকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ৷ এদিন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে পেডার রোডে লতা মঙ্গেশকরের বাসস্থান প্রভাকুঞ্জে নিয়ে যাওয়া হয় তাঁর মরদেহ ৷ সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে যান অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকর ৷ বিকেল সাড়ে চারটে নাগাদ প্রভাকুঞ্জ থেকে লতা মঙ্গেশকরের মরদেহবাহী শকট শিবাজি পার্কের উদ্দেশ্যে রওনা দেয় ৷ সন্ধ্যা 6টার কিছু আগে সেখানে পৌঁছয় তাঁর দেহ ৷ জাতীয় পতাকায় মোড়া সুরসম্রাজ্ঞীর দেহ গাড়ি থেকে নামিয়ে আনেন সেনার তিন বাহিনীর জওয়ানরা ৷ তাঁর দেহ রাখা হয় শিবাজি পার্কে তৈরি একটি অস্থায়ী বেদিতে ৷