পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Right to Freedom of Religion: প্রতারণার আড়ালে ধর্মান্তকরণ কখনই ধর্মীয় স্বাধীনতা হতে পারে না, জানাল কেন্দ্র - কেন্দ্র

ধর্মীয় স্বাধীনতার অধিকারের (Right to Freedom of Religion) অর্থ কখনই কোনও ব্যক্তিকে ভুল বুঝিয়ে একটি নির্দিষ্ট ধর্মে ধর্মান্তরিত করার মৌলিক অধিকার হতে পারে না ৷ সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) একথা বলল কেন্দ্রীয় সরকার (Central Government) ৷

fundamental right to convert other people to a particular religion can not be included in Right to Freedom of Religion
Right to Freedom of Religion: প্রতারণার আড়ালে ধর্মান্তকরণ কখনই ধর্মীয় স্বাধীনতা হতে পারে না, জানাল কেন্দ্র

By

Published : Nov 28, 2022, 8:02 PM IST

নয়াদিল্লি, 28 নভেম্বর: অন্য কোনও ব্যক্তিকে একটি নির্দিষ্ট ধর্মে ধর্মান্তরিত করার মৌলিক অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকারের (Right to Freedom of Religion) অন্তর্ভুক্ত নয় ৷ সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) একথা জানাল কেন্দ্রীয় সরকার (Central Government) ৷

সংশ্লিষ্ট একটি জনস্বার্থ মামলার (PIL) পরিপ্রেক্ষিতে এদিন শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়ে এই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করে কেন্দ্র ৷ ওই জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে,বর্তমানে দেশজুড়ে বহু মানুষকে ধর্মান্তরিত করা হচ্ছে ৷ এমনকী, এর জন্য অনেককেই ভুল বোঝানো হচ্ছে ও তাঁদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে ৷ যদিও কেন্দ্রের দাবি, তাঁরা এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব সহকারেই বিবেচনা করছে ৷

আরও পড়ুন:'অযোগ্য'দের পুনর্বহাল মামলায় রাজ্যকে 'সুপ্রিম' স্বস্তি, সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ

নিজেদের হলফনামায় কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতকে জানিয়েছে, এই ধরনের কোনও ঘটনা ঘটলে অবশ্যই তা সম্পূর্ণ গুরুত্ব সহকারে বিচার করা হবে এবং যথাযথ পদক্ষেপ করা হবে ৷ আর এই প্রসঙ্গেই কেন্দ্রের তরফ থেকে আদালতকে বলা হয়, "ধর্মীয় স্বাধীনতার অধিকারের অর্থ কখনই কোনও ব্যক্তিকে ভুল বুঝিয়ে বা তাঁর সঙ্গে প্রতারণা করে তাঁর ধর্মান্তর ঘটানো হতে পারে না ৷" কেন্দ্রের বক্তব্য, এই ধরনের ঘটনা কখনই বরদাস্ত করা সম্ভব নয় ৷ বিশেষ করে এর জেরে সমাজের পিছিয়ে পড়া জনজাতি, আর্থিকভাবে দুর্বল গোষ্ঠী এবং মহিলাদের অধিকার লঙ্ঘিত হতে পারে ৷

একইসঙ্গে, কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই ধরনের অনিয়ম রুখতে রাজ্যগুলিও তৎপর হয়েছে ৷ গত কয়েক বছর ধরে দেশের মোট নয়টি রাজ্যে এই সংক্রান্ত আইন পাস করা হয়েছে ৷ এই রাজ্যগুলি হল- ওডিশা, মধ্যপ্রদেশ, গুজরাত, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং হরিয়ানা ৷ কেন্দ্রের এই হলফনামায় বলা হয়েছে, স্বাধীনভাবে ধর্মাচারণের অধিকার এবং আরও নির্দিষ্টভাবে বললে প্রত্যেকটি নাগরিকের সচেতনতার অধিকার একটি অতি মূল্যবান বিষয় ৷ যা সর্বতোভাবে রক্ষা করা হবে ৷

প্রসঙ্গত, এদিন বিচারপতি এমআর শাহের নেতৃত্বাধীন বেঞ্চে সংশ্লিষ্ট জনস্বার্থ মামলাটি শুনানির জন্য ওঠে ৷ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 5 ডিসেম্বর ৷

ABOUT THE AUTHOR

...view details