মুম্বই, 21 এপ্রিল : কাল রাত অর্থাৎ 22 এপ্রিল রাত 9টা থেকে মহারাষ্ট্রে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল উদ্ধব ঠাকরের সরকার ৷ লকডাউন চলবে আগামী 1 মে সকাল 7টা অবধি ৷ গত 24 ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা 67 হাজার এবং করোনায় মৃত্যুর সংখ্যা 568 জন ৷
গত সপ্তাহের শেষের দিকে মহারাষ্ট্রে রাত্রিকালীন কার্ফু জারি করা হয় ৷ দ্বিতীয় দফার করোনা ঢেউয়ের তোড়ে দেশে প্রথম মুম্বই নগরীতেই নাইট কার্ফু জারি করা হয় ৷