পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতীয় নাগরিকত্ব ছাড়েনি পলাতক মেহুল, ভারতে ফেরাতে আজ মীমাংসা ডমিনিকায়

কোথায় ফিরবেন হিরে ব্যবসায়ী, টাকা তছরূপ মামলায় অভিযুক্ত মেহুল চোক্সি ৷ ডমিনিকায় আজ তার মামলার শুনানি ৷ আইনত সে এখনও ভারতীয়, তাই পলাতক ব্যবসায়ীকে দেশে ফিরিয়ে আনতে 8 সদস্যের একটি বিশেষ দল পৌঁছেছে ডমিনিকায় ৷

পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সি
পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সি

By

Published : Jun 2, 2021, 9:02 AM IST

নিউদিল্লি, 2 জুন : অ্যান্টিগার নাগরিকত্ব নিলেও ভারতের নাগরিকত্ব ছাড়েননি পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সি ৷ তাই আইনত সে এখনও ভারতীয় ৷ এই যুক্তিতে তাকে ডমিনিকা থেকে দেশে দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার ৷ একটি সংবাদমাধ্যমকে এক সরকারি আধিকারিক এই কথা জানিয়েছে ৷

মেহুলের ভারতীয় নাগরিকত্ব বিতর্ক

স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিকের কথায়, "2009-এর নাগরিকত্ব আইনের 23 নম্বর অনুচ্ছেদের আওতায় একজন ভারতীয়কে নাগরিকত্ব ছাড়ার কথা একটি বিবৃতিতে জানাতে হবে আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই বিবৃতিকে অনুমোদন দেবে ৷" নাগরিকত্ব ছাড়ার এই বিবৃতি সংশ্লিষ্ট আধিকারিককে দিতে হবে, সব বিষয় খতিয়ে দেখা হবে আর তারপরই সেই বিশেষ সার্টিফিকেট দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফে ৷

কী বলছেন মেহুলের আইনজীবীরা

সংবিধানের 9 নম্বর ধারা অনুযায়ী কোনও ভারতীয় যে কোনও কারণে অন্য দেশের নাগরিকত্বের জন্য আবেদন জানালে সে আর ভারতীয় নাগরিক থাকে না ৷ তার জন্য আলাদা কোনও আইনি পদ্ধতির দরকার নেই ৷ তাই মেহুলের ভারতীয় নাগরিকত্ব নিয়ে ভারতের এই দাবি অমূলক ৷

আজ ডমিনিকার আদালতে মেহুলের হিবিয়াস করপাস মামলার শুনানি ৷ কেন্দ্রীয় সরকার সিবিআই-সহ বিভিন্ন দফতরের 8 সদস্যের একটি আধিকারিক-দল পাঠিয়েছে ডমিনিকায় ৷ সেখানে পলাতক হিরে ব্যবসায়ী টাকা তছরূপের মামলায় অভিযুক্ত আর এখনও ভারতীয়, এই হাতিয়ারকে কাজে লাগিয়ে তাকে ভারতে ফেরানোর জন্য লড়বে কেন্দ্রীয় সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details