নিউদিল্লি, 2 জুন : অ্যান্টিগার নাগরিকত্ব নিলেও ভারতের নাগরিকত্ব ছাড়েননি পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সি ৷ তাই আইনত সে এখনও ভারতীয় ৷ এই যুক্তিতে তাকে ডমিনিকা থেকে দেশে দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার ৷ একটি সংবাদমাধ্যমকে এক সরকারি আধিকারিক এই কথা জানিয়েছে ৷
মেহুলের ভারতীয় নাগরিকত্ব বিতর্ক
স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিকের কথায়, "2009-এর নাগরিকত্ব আইনের 23 নম্বর অনুচ্ছেদের আওতায় একজন ভারতীয়কে নাগরিকত্ব ছাড়ার কথা একটি বিবৃতিতে জানাতে হবে আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই বিবৃতিকে অনুমোদন দেবে ৷" নাগরিকত্ব ছাড়ার এই বিবৃতি সংশ্লিষ্ট আধিকারিককে দিতে হবে, সব বিষয় খতিয়ে দেখা হবে আর তারপরই সেই বিশেষ সার্টিফিকেট দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফে ৷