পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কিউবায় পালানোর পথে ডমিনিকা থেকে আটক 'নিখোঁজ' চোক্সি - মেহুল চোক্সি

অ্যান্টিগা থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দ্বীপরাষ্ট্র ডমিনিকায় পৌঁছান চোক্সি ৷ সেখান থেকে একটি বোটে করে নাটকীয় ভাবে কিউবায় পালানোর সময় ডমিনিকার পুলিশের চোখে পড়েন তিনি ৷

fugitive-diamantaire-mehul-choksi-detained
fugitive-diamantaire-mehul-choksi-detained

By

Published : May 27, 2021, 2:04 AM IST

Updated : May 27, 2021, 2:15 AM IST

অ্যান্টিগা, 25 মে : কদিন আগেই অ্যান্টিগা থেকে নিখোঁজ হয়েছিলেন 14 হাজার কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চোক্সি ৷ অনুমান করা হচ্ছিল, তিনি কিউবায় পালাতে পারেন ৷ সেই কিউবায় পালানোর পথেই আরেক ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডমিনিকা থেকে আটক করা হল চোক্সিকে ৷

মঙ্গলবার মেহুল চোক্সির আইনজীবী বিজয় অগরওয়াল জানিয়েছিলেন, তাঁর মক্কেল নিখোঁজ ৷ চোক্সির পরিবার তাঁকে খুঁজছে ৷ অ্যান্টিগা পুলিশ নিখোঁজ ডায়েরি করেছে ৷ সেই সময় আরও জানা গিয়েছিল, রবিবার বিকেল সওয়া 5টায় বিশেষ কারও সঙ্গে নৈশভোজ সারতে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন মেহুল চোক্সি । রাত গড়িয়ে গেলেও ফেরেননি । খোঁজাখুঁজি শুরু হলে গভীর রাতে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয় । চোক্সির হদিশ মেলেনি ৷ চোক্সির আইনজীবী নিখোঁজের কথা বললেও চোক্সি ঘনিষ্ঠ ও অ্যান্টিগার গোয়েন্দারা তখনই মনে করেছিলেন, মেহুল চোক্সি কিউবায় পালাতে পারেন ৷ যেহেতু সেখানেও তাঁর সম্পত্তি রয়েছে ৷ বুধবার তেমন সংবাদই প্রকাশ্যে এল ৷ জানা গেল, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের আরেক দ্বীপরাষ্ট্র ডমিনিকায় পৌঁছান চোক্সি ৷ সেখান থেকে একটি বোটে নাটকীয় ভাবে কিউবায় পালানোর সময় ডমিনিকার পুলিশের চোখে পড়েন তিনি ৷ তাঁকে আটক করা হয়েছে ৷ তিনি পুলিশ হেফাজতে রয়েছেন ৷ এই বিষয়ে ডমিনিকা প্রশাসন অ্যান্টিগা প্রশাসন যাবতীয় জানিয়েছে ৷

এদিকে এই প্রসঙ্গে অ্যান্টিগার প্রধানমন্ত্রী গাস্টন ব্রাউন জানিয়েছেন, আমরা মেহুল চোক্সিকে অ্যান্টিগায় আর ফেরাতে চাই না ৷ অভিযুক্ত চোক্সিকে ভারতে ফেরানোর বিষয়ে ডমিনিকা সরকার ও ভারত সরকারের সঙ্গে কথা চলছে ৷

Last Updated : May 27, 2021, 2:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details