নয়া দিল্লি, 16 এপ্রিল :পিএনবি কেলেঙ্কারির মূল অভিযুক্ত, পলাতক হিরে ব্য়বসায়ী নীরব মোদিকে ভারতের হাতে তুলে দিতে প্রস্তুত ব্রিটেন ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই সেদেশের হোম সেক্রেটারি প্রীতি প্য়াটেল নীরব মোদির প্রত্যর্পণ সংক্রান্ত নির্দেশে স্বাক্ষর করে দিয়েছেন ৷
তথ্য বলছে, ব্রিটিশ সরকারের এই পদক্ষেপ নীরবের ‘ঘরে ফেরা’র সম্ভাবনা ত্বরান্বিত করলেও এখনও জটিলতা পুরোপুটি কাটেনি ৷ কারণ, ব্রিটেনের আইন অনুসারে, চাইলে এখনও সেদেশের হাইকোর্টে এ নিয়ে আবেদন করতে পারেন নীরব ৷ প্রত্যর্পণের নির্দেশিকা স্বাক্ষরের 28 দিনের মধ্যে এই প্রক্রিয়াকে চ্য়ালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হতে পারেন তিনি ৷ সেক্ষেত্রে গোটা প্রক্রিয়াটি শেষ হতে কয়েক মাস, এমনকী কয়েক বছরও কেটে যেতে পারে ৷ ঠিক যেমনটা হয়েছে আর এক কোটিপতি পলাতক ভারতীয়, মদের কারবারি বিজয় মালিয়ার ক্ষেত্রে ৷ 2019 সালের ফেব্রুয়ারি মাসেই মালিয়ার প্রত্যর্পণ সংক্রান্ত নির্দেশিকায় স্বাক্ষর করা হয় ৷ ব্রিটিশ সরকারের সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি ৷ তারপর থেকে এখনও পর্যন্ত রফা হয়নি সেই মামলার ৷