পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

16 দিন পর অপরিবর্তিত পেট্রল ও ডিজ়েলের দাম - fuel price

গত 16 দিনের মধ্য়ে আজ প্রথমবার অপরিবর্তিত থাকল পেট্রল ও ডিজ়েলের দাম। প্রিমিয়াম পেট্রলের দাম ইতিমধ্য়ে 100টাকা ছাড়িয়েছে বেশ কয়েকটি রাজ্য়ে।

fuel-price-relief-as-oilcos-spare-petrol-diesel-from-price-hike
পেট্রল ও ডিজেল প্রাইস

By

Published : Feb 24, 2021, 10:15 PM IST

দিল্লি, 24 ফেব্রুয়ারি: পেট্রল ও ডিজ়েলের দাম অপরিবর্তিত রেখে গ্রাহকদের সাময়িক স্বস্তি দিল তৈল সংস্থাগুলি। বিগত বেশ কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী ছিল পেট্রল ও ডিজ়েলের দাম। গত 16 দিনের মধ্য়ে 13 বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছিল। কিন্তু আজ অপরিবর্তিতই রইল পেট্রল ও ডিজ়েলের দাম।

চলতি মাসের 9 তারিখ থেকে সমানভাবে বেড়ে যাচ্ছে পেট্রল ও ডিজ়েলের দাম। গত 16 দিনের মধ্য়ে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে 3 টাকা 98 পয়সা এবং 4 টাকা 19 পয়সা। আজ মুম্বইয়ের পেট্রলের দাম 97 টাকা 34 পয়সা। সাধারণ মানুষ মনে করছেন, আর অল্প কয়েকদিনের মধ্য়ে যা 100 টাকায় পৌঁছাবে। তবে প্রিমিয়াম পেট্রলের দাম ইতিমধ্য়ে 100 টাকা ছাড়িয়েছে রাজস্থান, মধ্য়প্রদেশ এবং মহারাষ্ট্রে।

দেশের অন্য় মেট্রো শহরগুলিতে পেট্রলের দাম 90 টাকার আশপাশে। এবং ডিজ়েলের দাম 80 টাকার আশপাশে। অন্য় বছরগুলির তুলনায় চলতি বছরে প্রায় 25 গুণ বেড়েছে জ্বালানি তেলের দাম। তৈল সংস্থাগুলির আধিকারিকরা জানিয়েছেন, জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে আগামী দিনে।

ABOUT THE AUTHOR

...view details