জালৌন, 22 অক্টোবর: জ্বালানির দাম 100-র কোটা ছাড়িয়ে যাওয়ায় এ বার নয়া ব্যাখ্যা উত্তরপ্রদেশের মন্ত্রী উপেন্দ্র তিওয়ারির । তাঁর দাবি, দেশের 95 শতাংশ মানুষ পেট্রল ব্যবহারই করেন না । হাতেগোনা কিছু মানুষই চার চাকার মালিক ৷ খামোকা পেট্রোলের দাম নিয়ে হাওয়া গরম করা হচ্ছে ৷
জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলির মধ্যে টানাপোড়েন চলছে ৷ রাজ্যগুলি নিজেদের লাভের অংশ ছাড়লেই, মানুষ স্বস্তি পাবেন বলে দাবি কেন্দ্রের ৷ অন্যদিকে বিভিন্ন রাজ্যের সরকারের দাবি, জ্বালানি থেকে কেন্দ্রের আয় সবথেকে বেশি ৷ মানুষকে রেহাই দিতে, তাদেরই পদক্ষেপ করতে হবে ৷
আরও পড়ুন : Road Accident :হরিয়ানায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত একই পরিবারের আট সদস্য
তবে এই টানাপড়েনের মধ্যে সাধারণ মানুষের হাত পুড়ছে ৷ সেই নিয়ে প্রশ্ন করলে কেন্দ্রীয় সরকারের সপক্ষেই মুখ খোলেন উপেন্দ্র ৷ তিনি বলেন, ‘‘হাতেগোনা কিছু মানুষ চার চাকার গাড়ি ব্যবহার করেন ৷ আমাদের সমাজে 95 শতাংশ মানুষ পেট্রল ব্যবহারই করেন না ৷ মাথাপিছু গড় আয় যদি দেখেন, সেক্ষেত্রে পেট্রলের দাম অনেকটাই কম ৷’’
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে পেট্রলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে ৷ বৃহস্পতিবারও নতুন করে মূল্যবৃদ্ধি করা হয়েছে ৷ রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল 106 টাকা 54 পয়সা ৷ 95 টাকা 27 পয়সা দাম ছিল লিটার প্রতি ডিজেলের ৷ মুম্বইয়ে পেট্রলের দাম এসে ঠেকেছে 112 টাকা 44 পয়সায় ৷ 103 টাকা 26 পয়সা দরে বিকোচ্ছিল ডিজেল ৷
আরও পড়ুন :PM Narendra Modi : এবার গোটা বিশ্ব ভারতকে করোনা সুরক্ষিত ভাববে : নরেন্দ্র মোদি
তবে যোগীরাজ্যের মন্ত্রীর কাছে, এটা তেমন গুরুতর সমস্যাই নয় ৷ শুধু উপেন্দ্রই নন, এর আগে বিজেপি-র তরফে তো বটেই, কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি আবার সাফ জানিয়ে দেন, বিনামূল্যে করোনার টিকা দিচ্ছে সরকার । সেক্ষেত্রে পেট্রলের দাম তো বাড়বেই ।