পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Petrol-Diesel Price Hike : আজ প্রায় 1 টাকার কাছাকাছি দাম বাড়ল জ্বালানির, জেনে নিন কোন শহরে কী দাম - কলকাতায় ডিজেলের দাম

মার্চ মাসের শেষ দিন ৷ 22 মার্চ থেকে লাগাতার পেট্রল, ডিজ়েলের দাম বেড়ে চলেছে ৷ আজ কোথায় কী দাম হল (Petrol-Diesel Price Hike) ?

Fuel Price increase
জ্বালানির দাম ঊর্ধ্বমুখী

By

Published : Mar 31, 2022, 8:12 AM IST

Updated : Mar 31, 2022, 8:59 AM IST

নয়াদিল্লি, 31 মার্চ : মার্চের শেষ দিনেও বাদ গেল না জ্বালানির দাম বৃদ্ধি ৷ আজও পেট্রল ও ডিজেলের দাম লিটার পিছু 80 পয়সা করে বাড়ল ৷ তবে বিভিন্ন রাজ্যে দাম বৃদ্ধির সংখ্যাটা ভিন্ন ৷ এ নিয়ে গত 10 দিনে 9 বারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেল মোট 6.40 টাকা (Fuel price hike on 31 March nearly one rupee) ৷

31 মার্চ, 2022

দিল্লিতে পেট্রলের মূল্য :101.81 টাকা/লিটার, (গতকাল ছিল 101.01 টাকা/লিটার)

দিল্লিতে ডিজেলের মূল্য :93.07/লিটার, (গতকাল ছিল 92.27 টাকা/লিটার)

মুম্বইতে পেট্রল ও ডিজ়েলের দাম 84 পয়সা করে বেড়েছে ৷

পেট্রলের মূল্য :116.72 টাকা/লিটার

ডিজেলের মূল্য :100.94/লিটার

আরও পড়ুন : Petrol-diesel Price Hike : আজও 80 পয়সা দাম বাড়ল জ্বালানির, এ পর্যন্ত 9 দিনে 8 বার

চেন্নাইতে পেট্রল ও ডিজ়েলের দাম 76 পয়সা করে বেড়েছে ৷

পেট্রলের মূল্য :107.45/লিটার

ডিজেলের মূল্য : 97.52/লিটার

কলকাতায় পেট্রলের দাম 83 পয়সা এবং ডিজ়েলের দাম 80 পয়সা করে বৃদ্ধি পেয়েছে ৷

পেট্রলের দাম :111.35 টাকা/লিটার

ডিজেলের দাম :96.22 টাকা/লিটার

Last Updated : Mar 31, 2022, 8:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details