হায়দরাবাদ, 1 জানুয়ারি: নতুন বছরের শুরু থেকেই সব বিভাগেই থাকছে চমক ৷ বছরের শুরুতেই বহু প্রতিক্ষিত অযোধ্যায় রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপরই দেশে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন ৷ শুধু ভারত নয়, এবার রাষ্ট্র নেতা বাছবে আরও তিনটি দেশ ৷ যার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য আমেরিকা, রাশিয়া এবং প্রতিবেশী বাংলাদেশ ৷ অন্যদিকে, বিনোদন এবং খেলাতেও থাকছে নয়া চমক ৷ সব মিলিয়ে এক ঝলকে দেখেনিন 2024-এর গুরুত্বপূর্ণ ইভেন্টগুলি-
রাম মন্দিরের উদ্বোধন
বছরের শুরুতেই উদ্বোধন হবে বহু প্রতিক্ষিত অযোধ্য়ার রাম মন্দির ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী 22 জানুয়ারি নতুন রাম মন্দিরের আনুষ্টানিক উদ্বোধন করবেন ৷ তিনতলা বিশিষ্ট মন্দিরের প্রথম ধাপে বিরাজমান হবেন রামলালা ৷
লোকসভা ভোট
2024-এর শুরুতেই দেশে 17 তম লোকসভা নির্বাচন ৷ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে লড়াইয়ের জন্য এবার অবিজেপি সবকটি রাজনৈতিক দল ইন্ডিয়া জোট গঠন করেছে ৷ রাজ্য ভিত্তিক আসন সমঝোতা করে তারা বিজেপির বিরুদ্ধে ভোট ময়দানে নামতে চলেছে ৷
ছয় রাজ্যের বিধানসভা ভোট
2024-এর শুরু থেকেই বেশ কয়েকটি রাজ্যের বিধানসবার মেয়াদ শেষ হতে চলেছে ৷ মার্চ মাসে শেষ হচ্ছে অন্ধ্রপ্রদেশ বিধানসভার মেয়াদ ৷ এছাড়াও এপ্রিলে শেষ হচ্ছে সিকিম বিধানসভার মেয়াদ ৷ অন্যদিকে, জুন মাসে ওড়িশা এবং অক্টোবরে মেয়াদ শেষ হচ্ছে হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ ৷ বছরের শেষ দিকে নভেম্বরে ঝাড়খণ্ড বিধানসভা ভোট ৷
370 ধারা অবলুপ্তির পর কাশ্মীরেও ভোট
370 ধারা বিলোপ হয়েছে জম্মু-কাশ্মীরে ৷ সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চও 370 ধারা লোপের পক্ষেই রায় দিয়েছে ৷ সেই সঙ্গে দেশের শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, দ্রুত সে রাজ্যে ভোট করাতে হবে ৷ সূত্রের খবর, সেপ্টেম্বরে জম্মু-কাশ্মীরে ভোট হতে পারে ৷
দেশের মধ্যে প্রথম গঙ্গার নীচ দিয়ে চলবে মেট্রো
ট্রায়াল রানে পাশ হয়েছে ৷ কলকাতা থেকে হাওড়া স্টেশন পর্যন্ত গঙ্গার নীচ দিয়ে চলবে মেট্রো ৷ রেল সূত্রে খবর, জানুয়ারিতে চূড়ান্ত রিপোর্ট দিতে বলা হয়েছে ৷ জুন মাসে সাধারণের জন্য পরিষেবা চালু হবে ৷
পাকিস্তানে সাধারণ নির্বাচন
প্রতিবেশী দেশ পাকিস্তানে আগামী 8 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হতে চলেছে ৷ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান জেলে বসে ভোটে লড়ার জন্য মনোনয়ন দিলেও তা খারিজ হয়ে গিয়েছে ৷ অন্যদিকে, নওয়াজ শরিফ, বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপিও ভোটে লড়ছে ৷
মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন
2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ৷ রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা অবশ্য ভোটের জন্যও প্রস্তুত। ডেমোক্র্যাটরা সম্ভবত রাষ্ট্রপতি জো বাইডেনের নেতৃত্বেই নির্বাচনে লড়াই করবেন ৷ ডোনাল্ড ট্রাম্পও সম্ভবত রিপাবলিকানদের তরফে মনোনীত হবেন ৷ সেক্ষেত্রে কোনও আইনি বাধা থাকছে কি না, তা দেখেই ট্রাম্পকে প্রার্থী করা হবে।