নয়াদিল্লি, 28 জুন : এতদিন অস্ত্র, বিস্ফোরক এবং হেরোইনি এর মতো মাদক পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে আনতে ড্রোনের ব্যবহার করত জঙ্গি সংগঠনগুলি ৷ যা ভারতীয় সেনা তথা নিরাপত্তারক্ষীদের কাছে খুবই স্বাভাবিক বিষয় ছিল ৷ এমন বহু পরিকল্পনা সীমান্তে বানচালও করেছে ভারতীয় জওয়ানরা ৷ কিন্তু, কাশ্মীরি সন্ত্রাসবাদীরা ড্রোন ব্যবহার করে বিস্ফোরণ ঘটাতে শুরু করেছে ৷ যা ভারতের মাটিকে বিশেষ করে উপত্যকায় সন্ত্রাসের নতুন সংযোজন ৷ যে বিষয়টি এবার চিন্তায় ফেলেছে নিরাপত্তাবাহিনীকে ৷
প্রসঙ্গত, রবিবার রাত 1টা 40 মিনিটে এবং 1টা 46 মিনিটে জম্মু বিমানবন্দরে অবস্থিত ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে বিস্ফোরণ ঘটনায় জঙ্গিরা ৷ হেলিকপ্টার পার্কিং এরিয়ায় বিস্ফোরণ দু’টি হয় ৷ যে ঘটনায় ভারতীয় বায়ুসেনা ঘাঁটির একতলার ছাদ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এছাড়া আর তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি সেখানে ৷ তবে, বায়ুসেনার এক ওয়ারান্ট অফিসার এবং এক এয়ারম্যান বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন ৷ ইনটেলিজেন্স সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে ড্রোনের মাধ্যমে এই হামলা বলে মনে করা হচ্ছে ৷ কারণ হিসেবে বলা হচ্ছে, প্রথমত বায়ুসেনার ওই ভবনের উপরে বিস্ফোরণের সময় একটি আলো দেখা গিয়েছিল এবং দ্বিতীয়ত ভবনের ছাদে বিস্ফোরণের জেরে হওয়া গর্ত ৷
নিরাপত্তবাহিনীর এক সূত্রের তরফে জানানো হয়েছে, এই বিস্ফোরণটি আকাশপথে ড্রোনের মাধ্যমে করা হয়ে থাকলে, সেটিকে কাছাকাছি কোনও স্থান থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছিল ৷ আর পাকিস্তান থেকে ড্রোন উড়িয়ে এনে এই হামলা করার সম্ভব নয় ৷ কারণ, ভারত-পাক সীমান্তে মোতায়েন রোবাস্টের নজরদারি এড়িয়ে ড্রোনকে ভারতীয় ভূখণ্ডের এত ভিতরে নিরাপদে নিয়ে আসা অসম্ভব বলে মনে করছেন ওই আধিকারিক ৷