পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM on Mahatma Gandhi Ideas: জলবায়ু সংকটের মতো আজকের নানা চ্যালেঞ্জের উত্তর রয়েছে গান্ধির ভাবনাতে: মোদি - নরেন্দ্র মোদি

জলবায়ুর সংকটের মতো আজকের নানা চ্যালেঞ্জের উত্তর রয়েছে মহাত্মা গান্ধির (PM on Mahatma Gandhi Ideas) ভাবনাতে ৷ তামিলানাড়ুতে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷

From conflicts to climate crisis, Mahatma Gandhi's ideas have answers to today's challenges: PM Modi
জলবায়ুর সংকটের মতো আজকের নানা চ্যালেঞ্জের উত্তর রয়েছে গান্ধির ভাবনাতে: মোদি

By

Published : Nov 11, 2022, 6:33 PM IST

ডিন্ডিগুল (তামিলনাড়ু), 11 নভেম্বর: জলবায়ুর সংকট-সহ আজকের দিনে যে চ্যালেঞ্জগুলি রয়েছে, তার উত্তর রয়েছে মহাত্মা গান্ধির ভাবনাতেই (PM on Mahatma Gandhi Ideas) ৷ তামিলনাড়ুতে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার ডিন্ডিগুলে তিনি জানান, গান্ধিজির দ্বারা অনুপ্রাণিত হয়েই আত্মনির্ভর ভারত গড়ে তুলতে সচেষ্ট হয়েছে তাঁর সরকার ৷

তামিলনাড়ুতে গান্ধিগ্রাম গ্রামীণ ইনস্টিটিউটের 36তম সমাবর্তনে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, "গান্ধীয় মূল্যবোধগুলি খুব প্রাসঙ্গিক হয়ে উঠছে ৷ তা সংঘাতের অবসানের বিষয়ে হোক বা জলবায়ু সংকটের মতো বিষয়ে, মহাত্মা গান্ধির ভাবনাতেই উত্তর রয়েছে আজকের অনেক চ্যালেঞ্জের । গান্ধিবাদী জীবনধারার ছাত্র হিসাবে আপনাদের কাছে একটি বড় প্রভাব ফেলার দুর্দান্ত সুযোগ রয়েছে ৷" মোদি আরও বলেন, "মহাত্মা গান্ধির হৃদয়ের কাছাকাছি যে ধারণাগুলি, তা নিয়ে কাজ করাই হবে তাঁর প্রতি সর্বোত্তম শ্রদ্ধা জানানো ৷"

প্রধানমন্ত্রী জানান, মহাত্মা গান্ধি খাদিকে গ্রামে "স্বশাসনের হাতিয়ার" হিসাবে দেখেছিলেন এবং তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়ে কেন্দ্র দেশের 'আত্মনির্ভরতা'- নিয়ে কাজ করছে ৷ তিনি বলেন, "খাদি অনেকদিন ধরেই অবহেলিত ছিল । কিন্তু 'নেশনের জন্য খাদি ফ্যাশনের জন্য খাদি'-র প্রচারের মাধ্যমে এটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং গত আট বছরে 300 শতাংশ বিক্রি বেড়েছে ৷" মোদির কথায়, "বিশ্বব্যাপী ফ্যাশন ব্র্যান্ডগুলি খাদির পথ অনুসরণ করছে কারণ এটি একটি পরিবেশ বান্ধব উপাদান ৷"

আরও পড়ুন:গাড়ি থামিয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়লেন মোদি

প্রধানমন্ত্রী আরও বলেন, "মহাত্মা গান্ধি চেয়েছিলেন গ্রামগুলি উন্নতি করুক এবং একইসঙ্গে গ্রামীণ জীবনের মূল্যবোধকে সংরক্ষিত করতে পছন্দ করতেন তিনি । আমাদের দৃষ্টিভঙ্গি হল 'আত্মা গাঁও কি, সুবিধা শহর কি," (আত্মা গ্রামের, সুবিধে শহরের),' তিনি বলেন। তামিল ভাষাতেও সেই স্লোগানটি বলেন মোদি ৷ এ দিনের সমাবর্তনে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি এবং মুখ্যমন্ত্রী এমকে স্টালিন ৷

ABOUT THE AUTHOR

...view details