পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Friendship Day: ' বন্ধুত্বের হয় না পদবি...' - আজ বন্ধুদের দিন

জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা থেকে পাঁচসিকের দুঃখদের গল্প তাঁর ঠোঁটস্ত ৷ সে পদবিহীন, সযত্নে এড়িয়ে গিয়েছে বয়স, ধর্ম, জাত-পাতের ক্লিশে বেড়াজাল ৷ 365 দিন লালিত হলেও, তাকেই বিশেষভাবে উদযাপনের দিন আজ, বন্ধুত্ব দিবস ৷ আজ বন্ধুত্বের দিন, আজ বন্ধুদের দিন...

Friendship Day
বন্ধুত্বের হয় না পদবি

By

Published : Aug 6, 2023, 8:44 PM IST

Updated : Aug 6, 2023, 10:06 PM IST

হায়দরাবাদ: বন্ধু চল, হাত ধরে ! মনখারাপের রাত থেকে প্রথম প্রেমের মন কেমন, প্রত্যেক মুহূর্তে যার হাতটা কাঁধে থাকে, সেই বন্ধু ৷ সময়ের ঘষায় সুতো আলগা হলেও প্রত্যেক মুহূর্তের যাপনে বারবার যে উঠে আসে সেই বন্ধু । তাদের সঙ্গযাপনেই গড়ে ওঠে ভাল থাকার ইমারত । ‘বন্ধু’ শব্দের আক্ষরিক ব্যাপ্তি স্বল্পসীমিত হলে এর গভীরতা পর্বতপ্রমাণ । বন্ধুত্ব পদবিহীন ৷ সযত্নে এড়িয়ে গিয়েছে বয়স, ধর্ম, জাত-পাতের মতো ক্লিশে শব্দের ছোঁয়া ৷ বুঝিয়ে দিয়েছে, হৃদয় মস্তিষ্কপ্রসূত ধ্যান-ধারণার সামনে আত্মপ্রকাশ করতে অপারগ ৷ তাকে উদযাপনের বিশেষ দিনে অনেকেই হয়তো আজ মনের অজান্তে গেয়ে উঠবেন-

‘‘দেখা হবে বন্ধু কারণে আর অকারণে,

দেখা হবে বন্ধু, চাপা কোনও অভিমানে,

দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায়, অস্থির অপারগতায় !’’

মানুষের বিশ্বাস, ভরসা এবং আস্থার জায়গা হল বন্ধুত্ব ৷ বন্ধু মানে স্বার্থের ঊর্ধ্বে গিয়ে একে অন্যকে সাহায্য করা । বন্ধু নামের কোনও পদবি না থাকলেও এতকিছুর পরে হাত বাড়ালেই কি বন্ধুর ঠিকানায় যাওয়া সম্ভব ? কর্মজীবনের ব্যস্ততা, ব্যক্তিগত জীবনে সময়ের অভাবে প্রতিদিন বিকেলের আড্ডা এসে বয়স বাড়লে বছরে এক-আধবারে ঠেকলেও বন্ধুত্বে কিন্তু মরচে পড়ে না ৷ কারণ, জীবনের যাবতীয় জড়তা কাটিতে তাতে জৌলুশ বাড়াতে ‘বন্ধু’ই যে শেষ হাতিয়ার ৷

আরও পড়ুন: কর্মস্থলে সহকর্মী সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়িয়ে দেয় কাজের মান, বলছে সমীক্ষা

  • ফ্রেন্ডশিপ ডে’র ইতিহাস:

1930 সাল নাগাদ হলমার্ক কার্ডস-এর মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল ফ্রেন্ডশিপ ডে ৷ সংস্থার প্রতিষ্ঠাতা জয়েস হল 2 অগস্ট ফ্রেন্ডশিপ ডে পালনের ঘোষণা করেন ৷ এর জন্য তিনি কার্ড পাঠিয়ে বন্ধুদের শুভেচ্ছা জানানোর কথা বলেন ৷ এই বিষয়টি আরও বড় করে পালনের জন্য 1935 সালে অ্যামেরিকান কংগ্রেস অগস্টের প্রথম রবিবার ফ্রেন্ডশিপ ডে ঘোষণা করে ৷

  • ফ্রেন্ডশিপ ডে’র গুরুত্ব:

মানুষের মধ্যে ভালোবাসা ও শান্তির বার্তা পৌঁছে দিতে ফ্রেন্ডশিপ ডে’র শুরু ৷ বন্ধুর সঙ্গেই সুখ-দুঃখ ভাগ করে নেওয়া যায় ৷ জীবনের চড়াই-উতরাইয়ে বন্ধুই পরামর্শ দেয়, পাশে থাকে ৷ তাই বছরের একটি বিশেষ দিনে তাদের সম্মান জানানো হয় ৷ বন্ধুত্ব আসলে সঠিকভাবে ব্যাখ্যা করা যায় না ৷ তবে বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে বন্ধুত্বের ৷ প্রত্যেক মানুষের জীবন বন্ধু অবিচ্ছিন্ন অঙ্গ ৷ তাই ফ্রেন্ডশিপ ডে-র গুরুত্ব যথেষ্ট ৷ বন্ধু না থাকলে জীবনে শূন্যতা ভিড় করে ৷ বেঁচে থাকার মধ্যেও মানুষ কোথাও হারিয়ে যায় ৷ একমাত্র বন্ধুই পারে আরেক বন্ধুকে আনন্দ দিতে ৷ তাই প্রত্যেক মানুষের জীবনে ফ্রেন্ডশিপ পালনের গুরুত্ব থেকেই যায় ৷

আরও পড়ুন: আজ ফ্রেন্ডশিপ ডে, "একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান ’’

Last Updated : Aug 6, 2023, 10:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details