নয়াদিল্লি, 29 ডিসেম্বর: ইন্ডিয়া জোটের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে কোনও আপস না করার জন্য শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতের ইঙ্গিত নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস ৷ মিলিন্দ দেওরা শুক্রবার জানিয়েছেন, কংগ্রেসই নেতৃত্ব দিচ্ছে মহারাষ্ট্রে বিরোধী দলের ৷ রাজ্যের স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা ছাড়া কোনও জোটই এগোতে পারে না বলেও জানিয়েছেন কংগ্রেস নেতা ।
এক্স হ্য়ান্ডেলে একটি পোস্টে মিলিন্দ দেওরা লিখেছেন, "সঞ্জয় রাউতজির মতে, তাঁরা 40 জন বিধায়ককে হারানোর পরেও এখনও বৃহত্তম দল রয়ে গিয়েছেন । তিনি পরামর্শ দিয়েছেন, কংগ্রেসকে শূন্য আসন দিয়ে আলোচনা শুরু করা উচিত । যে দলটি মহারাষ্ট্র বিধানসভার বৃহত্তম বিরোধী দল এবং বিরোধীদের নেতৃত্ব দিচ্ছে তাদের উদ্দেশে তিনি এ কথা বলছেন । আমি সঞ্জয় রাউতকে বলতে চাই, মহারাষ্ট্রের স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা ছাড়া কোনও জোটই এগোতে পারে না । এই বিষয়টি এআইসিসি দ্বারাও সমর্থিত।"
সঞ্জয় রাউত জোর দিয়ে জানান, তাদের দল মহারাষ্ট্রে বৃহত্তম ৷ আসন ভাগাভাগি নিয়ে আলোচনার বিষয়ে কোনও আপস না করারও স্পষ্ট ইঙ্গিত দেন তিনি । রাউত বলেন, "এটি মহারাষ্ট্র, এবং শিবসেনা এখানে সবচেয়ে বড় দল । কংগ্রেস একটি জাতীয় দল । রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি, মল্লিকার্জুন খাড়গে এবং কেসি বেনুগোপাল-সহ কংগ্রেসের সিদ্ধান্ত গ্রহণকারী নেতাদের সঙ্গে উদ্ধব ঠাকরে ইতিবাচক আলোচনা করছেন । আমরা সবসময় বলেছি, শিবসেনা লোকসভা নির্বাচনে 23টি আসনে লড়াই করছে এবং এটি দৃঢ় থাকবে ৷”
শিবসেনা (ইউবিটি)-র আগে, বৃহস্পতিবার উত্তর 24 পরগনায় একটি সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছরের লোকসভা নির্বাচনে বাংলায় একা লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছেন । মমতা বলেছিলেন, "ইন্ডিয়া জোট সারা দেশে থাকবে । বাংলায় তৃণমূল লড়াই করবে এবং বিজেপিকে পরাজিত করবে । মনে রাখবেন, বাংলায় শুধুমাত্র তৃণমূলই বিজেপিকে পাঠ শেখাতে পারে, অন্য কোনও দল নয় ৷" তবে, তৃণমূল সুপ্রিমো বলেছেন যে, ইন্ডিয়া জোট সারা দেশে সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ।