নয়াদিল্লি, 18 ডিসেম্বর: 'ইন্ডিয়া' জোটের বৈঠকের আগে ফের ইডি'র তলব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 21 ডিসেম্বর আবগারি নীতি সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের সমন জারি করেছে ৷ এমনটাই সোমবার জানিয়েছেন ইডি আধিকারিকরা ৷
মঙ্গলবার 'ইন্ডিয়া' জোটের বৈঠক ৷ তার আগে এদিন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করেন অরবিন্দ কেজরিওয়াল ৷ এরপরই এজেন্সির তরফে কেজরিওয়ালকে তলব করা হয় ৷ দিল্লির মুখ্যমন্ত্রীকে প্রথম 2 নভেম্বর হাজির হওয়ার জন্য ডাকা হয়েছিল, কিন্তু নোটিশটি 'অস্পষ্ট, উদ্দেশ্যপ্রণোদিত এবং আইনসম্মত নয়' বলে অভিযোগ করেন কেজরিওয়াল ৷ অন্যদিকে, ইডি'র তরফে দাবি করা হয়েছে, আপ প্রধান কেজরিওয়ালকে মূলত দিল্লি আবগারি নীতি মামলায় জিজ্ঞাসাবাদ এবং আর্থিক তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর অধীনে তাঁর বিবৃতি রেকর্ড করার জন্য তলব করা হয়েছে ৷
কেজরিওয়াল ইডি'র সহকারী পরিচালক যোগেন্দরকে চিঠি লিখে জানিয়েছেন, "সমনে বিষয়গুলি স্পষ্ট নয় ৷ একজন সাক্ষী অথবা মামলার একজন সন্দেহভাজন হিসাবে আমাকে কী কারণে তলব করা হয়েছে, তা আমার কাছে স্পষ্ট নয়। উল্লিখিত সমনগুলি অস্পষ্ট, উদ্দেশ্যপ্রণোদিত এবং আমি আইনের পরিপন্থী নই ৷” তাঁর আরও অভিযোগ করেছেন, সমনটি আদতে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং বহিরাগত বিবেচনার জন্য জারি করা হয়েছে বলে মনে করছেন তিনি। অরবিন্দ কেজরিওয়ালকে এর আগে চলতি বছরের এপ্রিলে সিবিআই এই মামলাতেই তলব করেছিল। গত বছর 17 অগস্ট সিবিআইয়ের দায়ের করা প্রথম এফআইআরে অবশ্য কেজরিওয়ালের নাম অভিযুক্ত হিসাবে দেখানো হয়নি। অন্যদিকে, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে এদিন আরও একবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর সিবিআই তদন্তের সুপারিশ করেছিলেন ৷ এরপর ইডি পিএমএলএ-এর অধীনে একটি মামলা নথিভুক্ত করে। দিল্লির সরকারি আধিকারিকরা শনিবার জানান, কেজরিওয়াল 19 ডিসেম্বর অজ্ঞাত স্থানে 10 দিনের বিপাসনা ধ্যান কোর্সের জন্য রওনা হবেন। এর আগে আপ নেতা মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিং আবগারি নীতি মামলায় গ্রেফতার হয়েছেন। (পিটিআই)
আরও পড়ুন:
- 'আমি ভাগ্যবান এই মুহূর্তে সাংসদ নই', জোট-বৈঠকের আগে কড়া প্রতিক্রিয়া মমতার
- 'জোটের প্রধানমন্ত্রী কে হবেন তা 24-এর পর ঠিক হবে', রাহুল গান্ধি প্রসঙ্গ এড়িয়ে সাফ জবাব মমতার
- এবার সাসপেন্ড অধীর-সহ 33! শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কৃত 9 তৃণমূল, 11 কংগ্রেস-সাংসদ