পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Attacks PM: আদানি-মোদি সংযোগে এবার 'মোদানি' শব্দ প্রয়োগ রাহুলের, জানতে চাইলেন প্রধানমন্ত্রীর ভয়ের কারণ - Rahul Attacks PM

আদানি ইস্যুতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ প্রশ্ন তুললেন তাঁর নীরবতা নিয়ে (Rahul Gandhi on Adani issue)

Etv Bharat
ফাইল ছবি

By

Published : Mar 27, 2023, 4:42 PM IST

নয়াদিল্লি, 27 মার্চ: সাংসদ পদ বাতিলের জেরে সোমবার লোকসভার অধিবেশনে যোগ দিতে পারেননি রাহুল গান্ধি ৷ তবে সংসদে যেতে না-পারলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আদানি গোষ্ঠীর মধ্যে সম্পর্কের প্রসঙ্গ টেনে এদিনও আক্রমণ বজায় রেখেছেন কংগ্রেস নেতা ৷ টুইটারে এদিন নতুন শব্দ ব্যবহার করে আদানি ইস্যুতে ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন রাহুল, তুলেছেন প্রশ্ন (Rahul Gandhi attacks PM Modi) ৷

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আদানির যোগ বোঝাতে 'মোদানি' শব্দবন্ধ ব্যবহার করেছেন রাহুল গান্ধি ৷ সোমবার টুইটারে তিনি লেখেন, "এলআইসির অর্থ আদানিকে, এসবিআই-এর অর্থ আদানিকে, ইপিএফও-এর অর্থ আদানিকে ! 'মোদানি' সামনে আসার পরেও জনতার অবসরের টাকা কেন আদানির সংস্থাগুলিকে নিয়োগ করা হচ্ছে ? কোনও তদন্ত নেই, নেই কোনও উত্তর ৷ এত ভয় কিসের মাননীয় প্রধানমন্ত্রী ?" এদিন হিন্দিতে এই টুইটটি করেছেন রাহুল (Rahul Gandhi tweets) ৷

উল্লেখ্য, ফৌজদারি মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় জনপ্রতিনিধিত্ব আইনে শুক্রবার রাহুল গান্ধির লোকসভার সদস্যপদ খারিজ করে দেন স্পিকার ওম বিড়লা ৷ রাহুল ও কংগ্রেসের অভিযোগ, সংসদে তিনি আদানি গোষ্ঠীর কেলেঙ্কারি নিয়ে সরব হওয়ায় এবং গৌতম আদানি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলায় তাঁকে সাংসদ পদ থেকে বরখাস্ত করা হয়েছে ৷

আরও পড়ুন:সংকল্প সত্যাগ্রহের দ্বিতীয়দিনে প্রতিবাদ কংগ্রেস সাংসদদের, বৈঠক খাড়গের দফতরে

তবে, শনিবারই সাংবাদিক বৈঠকে রাহুল জানিয়েছিলেন, তাঁকে সাংসদ পদ থেকে বরখাস্ত করা হলেও তিনি এই নিয়ে প্রশ্ন করে যাবেন ৷ তাঁকে জেলে ভরলেও তিনি ভয় পান না বলে জানিয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ অন্যদিকে, রাহুলের সদস্য পদ বাতিলের প্রতিবাদে ও দেশে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ তুলে এদিন সংসদ চত্বরে কালো পোশাক পরে বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা ৷

আরও পড়ুন:'দেশে গণতন্ত্র বিপন্ন্ ও পদদলিত', সংসদের বাইরে কালো পোশাকে কংগ্রেস সাংসদরা

ABOUT THE AUTHOR

...view details