নয়াদিল্লি, 27 মার্চ: সাংসদ পদ বাতিলের জেরে সোমবার লোকসভার অধিবেশনে যোগ দিতে পারেননি রাহুল গান্ধি ৷ তবে সংসদে যেতে না-পারলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আদানি গোষ্ঠীর মধ্যে সম্পর্কের প্রসঙ্গ টেনে এদিনও আক্রমণ বজায় রেখেছেন কংগ্রেস নেতা ৷ টুইটারে এদিন নতুন শব্দ ব্যবহার করে আদানি ইস্যুতে ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন রাহুল, তুলেছেন প্রশ্ন (Rahul Gandhi attacks PM Modi) ৷
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আদানির যোগ বোঝাতে 'মোদানি' শব্দবন্ধ ব্যবহার করেছেন রাহুল গান্ধি ৷ সোমবার টুইটারে তিনি লেখেন, "এলআইসির অর্থ আদানিকে, এসবিআই-এর অর্থ আদানিকে, ইপিএফও-এর অর্থ আদানিকে ! 'মোদানি' সামনে আসার পরেও জনতার অবসরের টাকা কেন আদানির সংস্থাগুলিকে নিয়োগ করা হচ্ছে ? কোনও তদন্ত নেই, নেই কোনও উত্তর ৷ এত ভয় কিসের মাননীয় প্রধানমন্ত্রী ?" এদিন হিন্দিতে এই টুইটটি করেছেন রাহুল (Rahul Gandhi tweets) ৷
উল্লেখ্য, ফৌজদারি মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় জনপ্রতিনিধিত্ব আইনে শুক্রবার রাহুল গান্ধির লোকসভার সদস্যপদ খারিজ করে দেন স্পিকার ওম বিড়লা ৷ রাহুল ও কংগ্রেসের অভিযোগ, সংসদে তিনি আদানি গোষ্ঠীর কেলেঙ্কারি নিয়ে সরব হওয়ায় এবং গৌতম আদানি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলায় তাঁকে সাংসদ পদ থেকে বরখাস্ত করা হয়েছে ৷