পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 6, 2021, 6:13 PM IST

ETV Bharat / bharat

Zika Virus: একদিনে আক্রান্ত আরও 13, কানপুরে দাপট বাড়ছে জিকা ভাইরাসের

করোনার প্রকোপ কাটার আগেই জিকার হানায় উদ্বিগ্ন উত্তরপ্রদেশ সরকার ৷ পুরসভা এলাকাগুলিতে জীবাণুমুক্তকরণ অভিযান চালাতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

Fresh 13 cases of Zika Virus confirmed in Uttar Pradeshs kanpur
কানপুরে দাপট বাড়ছে জিকা ভাইরাসের

কানপুর, 6 নভেম্বর: জিকা ভাইরাসের প্রকোপ ঘিরে আতঙ্ক ক্রমশ বাড়ছে উত্তরপ্রদেশে । কানপুরে শনিবার নতুন করে জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 13 জন ।

এখনও পর্যন্ত কানপুর ছাড়া রাজ্যের অন্যত্র কারও জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মেলেনি । তবে শুধু ওই একটি জেলাতেই জিকা ভাইরাস আক্রান্তের সংখ্যা 79-তে গিয়ে ঠেকেছে । করোনার মধ্যে নতুন করে জিকা ভাইরাসের হানা ঘিরে তাই আতঙ্কে ভুগছেন সেখানকার মানুষ ।

আরও পড়ুন:Rahul Gandhi: মোদিকে বিঁধে এলপিজি-র দাম নিয়ে নিয়ে কবিতা রাহুলের

কানপুর জেলার উরসলা হাসপাতালের চিফ মেডিক্যাল সুপার অনিল নিগম সংবাদমাধ্যমে বলেন, ‘‘আমাদের টিম তো বটেই, পুরসভার কর্মীরাও নিয়মিত বিভিন্ন এলাকায় ঘুরছেন ৷ খুঁজে খুঁজে মশার লার্ভা বিনষ্ট করে দেওয়া হচ্ছে ৷ কানপুরে সংক্রমণ যে ভাবে বেড়ে চলেছে, তাতে বিশেষ সতর্কতার প্রয়োজন ৷ সব হাসপাতালে আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করে রাখা হয়েছে ৷ কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে আক্রান্তদের ৷ বাড়ানো হয়েছে নজরদারি ৷’’

করোনার প্রকোপ কাটার আগেই জিকার হানায় উদ্বিগ্ন উত্তরপ্রদেশ সরকারও ৷ পুরসভা এলাকাগুলিতে জীবাণুমুক্তকরণ অভিযান চালাতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘দ্রুত গতিতে কানপুরে জিকা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ছে ৷ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিশেষ সতর্কতা মেনে চলা প্রয়োজন ৷ ডেঙ্গি পরীক্ষাও বাড়াতে হবে ৷’’

আরও পড়ুন:Mukesh Ambani: দেশ ছাড়ছেন না আম্বানিরা, লন্ডনে কেনা সম্পত্তি ব্যবসারই অঙ্গ, জানাল রিলায়্যান্স

রাজ্যের সমস্ত হাসপাতালকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন যোগী ৷ প্রত্যেক রোগীকে যাতে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়, সেই নির্দেশও দিয়েছেন তিনি ৷

জিকা ভাইরাস একটি মশাবাহিত রোগ । দিনের বেলা ইডিস মশার কামড়ে এই সংক্রমণ হয় । সংক্রমিত হলে জ্বর, মাথার যন্ত্রণা, পেশি এবং গাঁটে ব্যথা, গায়ে ফুসকুড়ি, কনজাঙ্কটিভাইটিস-এর মতো উপসর্গ দেখা দেয়,

ABOUT THE AUTHOR

...view details