পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rafale Controversy : মধ্যস্থতাকারীকে 75 লক্ষ ইউরো দাসোঁর, রাফাল বিতর্কে নয়া দাবি ফরাসি পত্রিকার - দাসোঁ অ্যাভিয়েশন

রাফাল বিতর্কে নয়া মোড় ৷ ফরাসি পত্রিকার দাবি, রাফাল চুক্তির কার্যকারিতা নিশ্চিত করতে এক ভারতীয় মধ্যস্থতাকারীকে গোপনে 75 লক্ষ ইউরো দিয়েছিল দাসোঁ ৷ বিষয়টি নিয়ে মাথা ঘামাতে নারাজ ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি ৷

french journal claims Dassault Aviation paid at least 7.5 million euros in secret commissions to a middleman
Rafale Controversy : মধ্যস্থতাকারীকে 75 লক্ষ ইউরো দাসোঁর, রাফাল বিতর্কে নয়া দাবি ফরাসী পত্রিকার

By

Published : Nov 8, 2021, 6:59 PM IST

নয়াদিল্লি, 8 নভেম্বর :ভারতের সঙ্গে রাফাল চুক্তি (Rafale) যাতে কোনওভাবেই বানচাল না হয়, তা নিশ্চিত করতে গোপনে এক মধ্যস্থতাকারীকে অন্তত 75 লক্ষ ইউরো দিতে হয়েছিল ফরাসি সংস্থা দাসোঁ অ্যাভিয়েশনকে (Dassault Aviation) ৷ উল্লেখ্য, এই সংস্থার কাছ থেকেই রাফাল যুদ্ধবিমান কেনে ভারত ৷ মিডিয়াপার্ট (Mediapart) নামে একটি তদন্তমূলক ফরাসি পত্রিকার দাবি, ভুয়ো চালানকে হাতিয়ার করেই এই লেনদেন করা হয়েছিল ৷

আরও পড়ুন :গান্ধি পরিবার কমিশন পায়নি বলে কি যুদ্ধবিমান কেনেনি কংগ্রেস সরকার, খোঁচা সম্বিতের

গত জুলাই মাসে মিডিয়াপার্টের তরফে দাবি করা হয়, ভারতের সঙ্গে সম্পাদিত রাফাল চুক্তিকে ঘিরে কোনও দুর্নীতি হচ্ছে কিনা, তা জানতে একটি ‘অতি সংবেদনশীল’ বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয় ৷ সেই প্রক্রিয়ার মাথায় ছিলেন একজন ফরাসি বিচারপতি ৷ আর রবিবার তাদের নতুন রিপোর্টে মিডিয়াপার্ট দাবি করেছে, ভুয়ো চালান ব্যবহার করেই দাসোঁ অ্য়াভিয়েশনকে ওই 75 লক্ষ ইউরো মধ্যস্থতাকারীকে দিতে বাধ্য করা হয়েছিল ৷ তবে এখনও পর্যন্ত এই বিষয়ে দাসোঁর তরফে কোনও বক্তব্য পেশ করা হয়নি ৷

অন্যদিকে, ফরাসি পত্রিকার এই দাবি নিয়ে নতুন করে জলঘোলা শুরু হলেও বিষয়টিতে মাথা ঘামাতে নারাজ ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি ৷ তারা এনিয়ে কোনও তদন্ত না করার সিদ্ধান্ত নিয়েছে বলেই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র ৷ যদিও মিডিয়াপার্টের দাবি, তাঁদের পেশ করা তথ্য যে ভুল নয়, তা অনেক আগে থেকেই জানে ভারতীয় এজেন্সিগুলি ৷ ভারতীয় পুলিশ বাহিনী, সিবিআই এবং ইডি-র বহু আধিকারিকই নাকি জানতেন রাফাল চুক্তি কার্যকর করার জন্য সুষেণ গুপ্তা (Sushen Gupta) নামে ওই মধ্যস্থতাকারীকে 75 লক্ষ ইউরো দিয়েছে দাসোঁ ৷ 2018 সালের অক্টোবর মাস থেকেই ভারতীয় আধিকারিকদের কাছে এই তথ্য ছিল বলে দাবি করেছে মিডিয়াপার্ট ৷

প্রসঙ্গত, রাফাল চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয় ৷ কংগ্রেস-সহ বিরোধীরা এনিয়ে বহুবার সরব হয়েছে ৷ যদিও সেসব এক বাক্যে খারিজ করে দিয়েছে দাসোঁ ৷ যাবতীয় অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে প্রতিরক্ষামন্ত্রকও ৷ এমনকী, এনিয়ে মামলা রুজু হলে সেটিও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ৷ ওই মামলায় রাফাল ‘দুর্নীতি’র তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছিল ৷ কিন্তু, আদালত পাল্টা জানিয়ে দেয়, এই আবেদনেরই কোনও ভিত্তি নেই ৷

আরও পড়ুন :রাফাল ইস্যুতে ফের কংগ্রেস-বিজেপি’র বাকযুদ্ধ

উল্লেখ্য, ফরাসি সংস্থা দাসোঁর সঙ্গে ভারত সরকারের রাফাল চুক্তি সম্পাদিত হয় 2016 সালের 23 সেপ্টেম্বর ৷ স্থির হয়, ভারতকে মোট 36টি রাফাল যুদ্ধবিমান সরবরাহ করবে দাসোঁ ৷ বদলে তাদের 59 হাজার কোটি টাকা দেবে ভারত সরকার ৷ কংগ্রেসের অভিযোগ, এই চুক্তিতে বিস্তর গলদ রয়েছে ৷ ইউপিএ জমানায় যে বিমানের (এক-একটি) দাম ধরা হয়েছিল 526 কোটি টাকা, এনডিএ সরকার তার জন্যই 1 হাজার 670 কোটি টাকা করে দিতে রাজি হয়ে যায় ৷ মোদি সরকার অবশ্য এই অভিযোগকে আমল দিতে নারাজ ৷

ABOUT THE AUTHOR

...view details