পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মন্ত্রপাঠের পর মঙ্গলসূত্র পরিয়ে ভারতীয় মতে বিয়ে সারলেন ফরাসি দম্পত্তি!

French Foreign Couple Got Married: আগ্রায় তাজমহল দেখতে এসে ভারতীয় রীতি মেনে বিয়ে সারলেন ফরাসি দম্পতি ৷ বিয়ের পর নব বিবাহিতাকে পরিয়ে দিলেন মঙ্গলসূত্র ৷ স্থানীয় কিনারি বাজার থেকে কিনেছেন বিয়ের শেরওয়ানি থেকে কনের শাড়ি ৷

French Foreign Couple Got Married
ভারতীয় মতে বিয়ে করলেন ফরাসি দম্পতি

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 8:33 PM IST

আগ্রা, 26 ডিসেম্বর:ভারতে এসেছিলেন ঘুরতে । ভারতীয় রীতিতে বিয়ে দেখে সিদ্ধান্ত নেন মন্ত্রপাঠ করে ফের বিয়ে করবেন । ভাবা মাত্রই কাজ । অগ্নিকে সাক্ষী রেখে মন্ত্রপাঠের পর মঙ্গলসূত্র পরিয়ে ফের বিয়ে সারলেন ফরাসি দম্পতি । যোগীরাজ্যে এই কাণ্ড । সোমবার আগ্রায় ভরাতীয় মতে ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ফরাসী দম্পতি ।

ফরাসি যুগল ইশকেন্দর (31) ও বাসমা (29) দু’জনেই ফ্রান্সে কর্মরত ৷ ইতিমধ্যেই তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ৷ সম্প্রতি তাঁদের নজরে আসে হিন্দু বিয়ের আচার-আচরণ ৷ তা দেখেই প্রভাবিত হয়ে হিন্দু রীতি মেনে বিয়ে করেন ৷ নিয়ম মেনে হয় কন্যাদানও ৷ নিজেদের ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই ফরাসি দম্পতি ৷

ভারত ভ্রমণে এসে আগ্রার একটি হোটেলে তাঁরা উঠেছিলেন ৷ সেখান থেকে রবিবার তাজমহল ঘুরতে যান ৷ ফরাসী যুবক ইশকেন্দর জানান, ভারতীয় বিয়ের একটি ভিডিয়ো দেখে তিনি আপ্লুত হয়ে যান । ভিডিও দেখে ভারতীয় রীতিতে বিয়ে করার ইচ্ছা হয় ৷ সেইমতোই বিবাহের ইচ্ছা প্রকাশ করেন হোটেল ম্যানেজারের কাছে ৷ সেকথা শুনেই বিয়ের আয়োজন করেন কেসর রেস্টুরেন্ট-এরক ডিরেক্টর জাভেদ আলি ৷ তিনি বিয়ের সমস্ত ব্যবস্থা করেন ৷ কন্যাদানও করেন নিজে ৷ এদিন বিয়েতে বাসমার পরণে ছিল লাল শাড়ি ৷ ফরাসি ওই যুবক পড়েছিলেন শেরওয়ানি ৷ হোটেল ডিরেক্টর জাভেদ আলি জানান, ফরাসি দম্পতির ইচ্ছেতেই এই বিয়ে দিয়েছেন তাঁরা ৷

সোমবার হোটেলে সকলের সামনে পুরোহিত পন্ডিত সুরজ শর্মার উপস্থিতিতে কনেকে একটি মঙ্গলসূত্র পরিয়ে দেন ওই যুবক ৷ ভারতীয় বিয়ের সমস্ত নিয়ম নীতি নিষ্ঠার সঙ্গে পালন করে ফের সাত পাকে বাঁধা পড়লেন ওই ফরাসি দম্পতি ৷ বিয়ের মণ্ডপে উপস্থিত ছিলেন পুরোহিত পন্ডিত সুরজ শর্মা ৷ যিনি ইংরাজিতে মন্ত্র উচ্চারণ করেন ৷ প্রতিটি মন্ত্রের মানেও ওই দম্পতিকে বুঝিয়ে দেন তিনি ৷ যাতে তাঁরা হিন্দু শাস্ত্রের প্রতিটি মন্ত্রের নিবিড় অর্থ বুঝতে পারেন ৷ ওই ফরাসি দম্পতি জানান ইন্টারনেট দেখে তাঁরা হিন্দু বিয়ের সমস্ত নিয়ম আয়ত্তে এনেছেন ৷ নিষ্ঠার সঙ্গে তা পালনও করেছেন ৷

আরও পড়ুন:

  1. রূপকথার মতো বিয়ে...সাত পাকে বাঁধা পড়লেন রণদীপ-লিনা
  2. পণে বিএমডব্লিউ দাবি প্রেমিকের পরিবারের, বিয়ে ভাঙতেই আত্মহত্যা চিকিৎসক পাত্রীর
  3. 'হেলিকপ্টার গাড়িতে' চেপে বিয়ে করতে এলেন বর! ভিড় উৎসুক জনতার

ABOUT THE AUTHOR

...view details