পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ফ্রিডম 251 স্মার্টফোনের আবিষ্কর্তা - নয়ডা পুলিশ

মোহিত 2018 সালে মোহিতকে দিল্লি পুলিশ তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছিল ৷ নয়ডা পুলিশ দু’টি গাড়ি বাজেয়াপ্ত করেছে ৷ যার মধ্য়ে একটি বিদেশি কোম্পানির গাড়িও রয়েছে ৷ যে কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মোহিত ও তাঁর ব্য়বসায়ীক সঙ্গীকে গ্রেপ্তার করেছে, সেই কোম্পানি দুবাইয়ে ড্রাই ফ্রুট এবং স্পাইস হাবের ব্য়বসা করত ৷ এক্সপোর্ট-ইম্পোর্টের ব্য়বসার জন্য় নয়ডার সেক্টর 62-তে একটি গোছানো ঝাঁ চকচকে অফিস তাঁদের ছিল ৷

freedom-251-smartphone-founder-mohit-goel-arrested-in-noida-for-duping-dry-fruit-traders
প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ফ্রিডম 251 স্মার্টফোনের আবিষ্কর্তা

By

Published : Jan 12, 2021, 8:59 PM IST

দিল্লি, 12 জ়ানুয়ারি : প্রতারণার অভিযোগে একটি এক্সপোর্ট-ইম্পোর্ট কোম্পানির দুই কর্ণধারকে গ্রেপ্তার করল নয়ডা পুলিশ ৷ এদের মধ্য়ে রয়েছেন 251 টাকায় ফ্রিডম মোবাইল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া ব্য়বসায়ী মোহিত গোয়েল ৷ তিনি নয়ডার এক রিংগিং বেল কোম্পানির পার্টনারও ছিলেন ৷ যে কোম্পানি 251 টাকায় ফ্রিডম মোবাইল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ৷ মোহিত গোয়েলের সঙ্গে গ্রেপ্তার হয়েছে তাঁর আর এক পার্টনার ওমপ্রকাশ জঙ্গিদ ৷

মোহিত 2018 সালে মোহিতকে দিল্লি পুলিশ তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছিল ৷ নয়ডা পুলিশ দু’টি গাড়ি বাজেয়াপ্ত করেছে ৷ যার মধ্য়ে একটি বিদেশি কোম্পানির গাড়িও রয়েছে ৷ যে কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মোহিত ও তাঁর ব্য়বসায়ীক সঙ্গীকে গ্রেপ্তার করেছে, সেই কোম্পানি দুবাইয়ে ড্রাই ফ্রুট এবং স্পাইস হাবের ব্য়বসা করত ৷ এক্সপোর্ট-ইম্পোর্টের ব্য়বসার জন্য় নয়ডার সেক্টর 62-তে একটি গোছানো ঝাঁ চকচকে অফিস তাঁদের ছিল ৷

আরও পড়ুন : আপনার চ্যাট কি ফেসবুকের সঙ্গে শেয়ার করবে হোয়াটসঅ্যাপ ?

মোহিত গোয়েলের কোম্পানির বিরুদ্ধে একাধিক লোকের থেকে টাকা নিয়ে প্রতারণার একাধিক অভিযোগ দায়ে হয় গত ডিসেম্বর মাসে ৷ এমনটাই জানিয়েছেন, নয়ডার অ্য়াডিশনাল কমিশনার জানিয়েছেন ৷ এই কোম্পানির বিরুদ্ধে উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কর্নাটক সহ একাধিক রাজ্য়ে অভিযোগ দায়ের হয়েছে ৷ মোহিত গোয়েলের কোম্পানির বিরুদ্ধে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে ৷ যেখানে কয়েক হাজার মানুষের সঙ্গে এই সংস্থা প্রতারণা করেছে, বলে জানিয়েছে নয়ডা পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details