দিল্লি, 12 জ়ানুয়ারি : প্রতারণার অভিযোগে একটি এক্সপোর্ট-ইম্পোর্ট কোম্পানির দুই কর্ণধারকে গ্রেপ্তার করল নয়ডা পুলিশ ৷ এদের মধ্য়ে রয়েছেন 251 টাকায় ফ্রিডম মোবাইল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া ব্য়বসায়ী মোহিত গোয়েল ৷ তিনি নয়ডার এক রিংগিং বেল কোম্পানির পার্টনারও ছিলেন ৷ যে কোম্পানি 251 টাকায় ফ্রিডম মোবাইল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ৷ মোহিত গোয়েলের সঙ্গে গ্রেপ্তার হয়েছে তাঁর আর এক পার্টনার ওমপ্রকাশ জঙ্গিদ ৷
মোহিত 2018 সালে মোহিতকে দিল্লি পুলিশ তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছিল ৷ নয়ডা পুলিশ দু’টি গাড়ি বাজেয়াপ্ত করেছে ৷ যার মধ্য়ে একটি বিদেশি কোম্পানির গাড়িও রয়েছে ৷ যে কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মোহিত ও তাঁর ব্য়বসায়ীক সঙ্গীকে গ্রেপ্তার করেছে, সেই কোম্পানি দুবাইয়ে ড্রাই ফ্রুট এবং স্পাইস হাবের ব্য়বসা করত ৷ এক্সপোর্ট-ইম্পোর্টের ব্য়বসার জন্য় নয়ডার সেক্টর 62-তে একটি গোছানো ঝাঁ চকচকে অফিস তাঁদের ছিল ৷