সুপৌল (বিহার): নিয়ম মেনে পরিবারের সদস্যদের না-জানিয়ে চার যুবকের মৃতদেহ সরিয়ে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বিহারের সুপৌলে ৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ, দেহ উদ্ধারের বিষয়টি ওই যুবকদের পরিবারকে জানায়নি পুলিশ ৷ ঘটনার প্রতিবাদে রবিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে বীরপুর এলাকা (Bihar Supaul Death Case) ৷ হয় পথ অবরোধ, বন্ধ রাখা হয় দোকান-বাজার ৷ গাড়ির টায়ারে আগুন ধরিয়ে চলে প্রতিবাদ ৷ হামলা চালানো হয় পুলিশ স্টেশনে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷
জানা গিয়েছে, শনিবার রাত 10টা নাগাদ ভারত-নেপাল সীমান্তের ভীরপুর নগর পঞ্চায়েত এলাকা থেকে ওই চার যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ মৃতদের নাম রবি কর্কি (20), হৃত্বিক কুমার (22), রোহিত থাপা (21) এবং রোহিত ঠাকুর (21) ৷ এরা প্রত্যেকেই সৌপলের নগর পঞ্চায়েতের 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা (Four youths found dead in Bihar Supaul) ৷