পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Dogs Killed Child: কুকুর হইতে সাবধান! 4 বছরের খুদেকে খুবলে মারল পথ কুকুরের দল - Child Killed by Dogs

একটি নিরপরাধ চার বছরের বাচ্চার উপর কীভাবে পথ কুকুররা মিলে হামলা করল দেখুন (Child Killed by Dogs)৷ হায়দরাবাদের এই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখলে গা শিউরে উঠবে আপনারও ৷

Etv Bharat
বাচ্চাটির উপর কুকুরের হামলার বিভিন্ন মুহূর্ত

By

Published : Feb 21, 2023, 12:48 PM IST

Updated : Feb 21, 2023, 12:54 PM IST

দেখুন বাচ্চাটির উপর কুকুরের হামলার সিসিটিভি ফুটেজ

হায়দরাবাদ, 21 ফেব্রুয়ারি:পথ কুকুরদের হামলায় প্রাণ গেল চার বছরের বাচ্চার ৷ সোমবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে ৷ বাচ্চাটি কুকুরের হাত থেকে পালানোর অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি ৷ ফলে কুকুরের টানা হ্যাঁচড়ার জেরে গুরুতর আহত হয় সে (Boy Killed in Dogs Attack)৷ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বাচ্চাটির মৃত্যু হয়েছে ৷

নিজামাবাদ জেলার ইন্দালওয়াই মণ্ডলের বাসিন্দা গঙ্গাধর চাকরির জন্য হায়দরাবাদে চলে আসেন ৷ তিনি 6 নম্বর চৌরাস্তায় একটি গাড়ির সার্ভিস সেন্টারে পাহারাদারের কাজ করেন ৷ স্ত্রী জনপ্রিয়া, ছ'বছরের মেয়ে এবং ছেলে প্রদীপকে (4) নিয়ে বাগ আম্বারপেটের এরকুলা বস্তিতে বাস গঙ্গাধরের ৷ রবিবার ছুটির দিন থাকায় ছেলে ও মেয়েকে নিয়ে নিজের কর্মস্থলে যান তিনি ৷ এর মধ্যে মেয়েকে পার্কিং কেবিনে রেখে ছেলেকে নিয়ে সার্ভিস সেন্টারের ভিতরে যান গঙ্গাধর ৷

ছেলে যখন খেলছিল তখন তার বাবা আরেকজন পাহারাদারের সঙ্গে কাজের জন্য অন্য জায়গায় যান ৷ সেখানে কিছুক্ষণ খেলার পর দিদিকে খুঁজতে কেবিনের দিকে হেঁটে যাচ্ছিল প্রদীপ ৷ সেই সময় তাকে রাস্তার কুকুরগুলি তাড়া করে ৷ ভয় পেয়ে সে এদিক ওদিক যাওয়ার চেষ্টা করলেও কুকুরগুলির হাত থেকে বাঁচতে পারেনি প্রদীপ ৷ একের পর এক কুকুর এসে তাকে আক্রমণ করে ৷ তাকে নিয়ে মুখে করে টানা হ্যাঁচড়া করে ৷

এর মধ্যে একটি কুকুর তার পা ও হাত একপাশে টেনে নিলে বাচ্চাটি গুরুতর আহত হয় ৷ ভাইয়ের কান্নার আওয়াজ শুনে দিদি দৌড়ে গিয়ে বাবাকে খবর দেয় ৷ গঙ্গাধর এসে ঝাঁকাতেই কুকুরগুলো প্রদীপকে ছেড়ে পালায় ৷ তড়িঘড়ি ছেলেকে নিয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ছোটেন গঙ্গাধর ৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হল না ৷ চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বাচ্চাটির মৃত্যু হয়েছে ৷ কুকুরের হামলার এই পুরো ঘটনাটি ধরা পড়ে স্থানীয় সিসিটিভি ফুটেজে (CCTV Footage of Dogs Attack on Child)৷

আরও পড়ুন :"রাস্তার কুকুর কামড়ালে, যাঁরা খাওয়াচ্ছেন চিকিৎসার দায় তাঁদের", নির্দেশ সুপ্রিম কোর্টের

Last Updated : Feb 21, 2023, 12:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details