উধমপুর, 3 সেপ্টেম্বর: জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় একটি চিতাবাঘের হামলায় মৃত্যু হল চার বছরের শিশুর ৷ জানা গিয়েছে, বাচ্চা মেয়েটিকে টেনে নিয়ে যায় চিতাবাঘটি ৷ মৃত শিশুটির নাম তনু বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ উধমপুরের পাঞ্চারি এলাকার আপার বানজালায় ঘটনাটি ঘটেছে ৷ শনিবার রাতে বাড়ির বাইরে বেরিয়েছিল শিশুটি ৷ সেই সময় তাকে টেনে নিয়ে যায় চিতাবাঘ ৷
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভোর সাড়ে 8টা নাগাদ বাড়ি থেকে বেরনোর পরেই চিতাবাঘটি তার উপর হামলা করে ৷ খবর পাওয়া মাত্রই প্রশাসনের আধিকারিক এবং বনকর্মীরা গ্রামে পৌঁছান ৷ সেখানে গ্রামবাসীদের সাহায্যে শিশুটিকে উদ্ধার করতে তল্লাশি শুরু হয় ৷ রাতভোর তল্লাশি চালানোর পর, রবিবার ভোরে ওই শিশুটির ক্ষতবিক্ষত দেহ কাছে জঙ্গল থেকে উদ্ধার হয় ৷ জানা গিয়েছে, শিশুটির শরীরের অনেকটা অংশ চিতাবাঘটি খেয়ে ফেলেছে ৷ এই পরিস্থিতি, চিতাবাঘটিকে ধরতে স্থানীয় প্রশাসন এবং বন দফতরের কর্মীরা জাল পেতেছে ৷