সুরত, 15 নভেম্বর:ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্বাসরোধে মৃত্যু চার শ্রমিকের ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সুরত জেলার পালসানা তালুকে ৷ নিহতদের মধ্যে বাবা-ছেলেও রয়েছেন । জানা গিয়েছে, মঙ্গলবার ছিল গুজারাতি নববর্ষ ৷ সুরতের পালসানা-কদোদরা রোডের পলসানার বলেশ্বর গ্রামের উপকণ্ঠে কিরণ ইন্ডাস্ট্রিজ নামে একটি মিলের 20 থেকে 25 ফুট গভীর ট্যাংক রয়েছে । ওই দিন চারজন শ্রমিক ওই ট্যাংক পরিষ্কার করতে নামেন । শ্বাসরোধে চার শ্রমিকই অজ্ঞান হয়ে পড়েন । সেখানে উপস্থিত অন্যরা দমকলকে খবর দেন ।
ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় বারদলী ও কামরেজ ইআরসি দমকল বিভাগের দল । দমকলকর্মীরা গভীর ট্যাংকে নেমে শ্রমিকদের খোঁজ শুরু করেন । এরপরেই চার শ্রমিককে অচেতন অবস্থায় পাওয়া যায় । সব শ্রমিককে ট্যাংক থেকে বের করে আনা হয় । তারপর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসক শ্রমিকদের পরীক্ষা-নিরীক্ষা করে চারজনেরই মৃত ঘোষণা করেন । সুরত দমকল বিভাগের এক আধিকারিক বলেন, "ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে । চারজন শ্রমিককে অজ্ঞান অবস্থায় ট্যাংক থেকে বের করে আনা হয় । দুর্ভাগ্যক্রমে চার শ্রমিকেরই মৃত্যু হয়েছে ।"