পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Workers Death in Surat: ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্বাসরোধ, সুরাতে মৃত 4 শ্রমিক - গুজারাতি নববর্ষ

Four Workers Died of Suffocation: ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্বাসরোধে বাবা ও ছেলে-সহ চার শ্রমিকের মৃত্যু সুরতে ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

Death due to Suffocation
শ্বাসরোধে মৃত্যু চার শ্রমিকের

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 12:20 PM IST

সুরত, 15 নভেম্বর:ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্বাসরোধে মৃত্যু চার শ্রমিকের ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সুরত জেলার পালসানা তালুকে ৷ নিহতদের মধ্যে বাবা-ছেলেও রয়েছেন । জানা গিয়েছে, মঙ্গলবার ছিল গুজারাতি নববর্ষ ৷ সুরতের পালসানা-কদোদরা রোডের পলসানার বলেশ্বর গ্রামের উপকণ্ঠে কিরণ ইন্ডাস্ট্রিজ নামে একটি মিলের 20 থেকে 25 ফুট গভীর ট্যাংক রয়েছে । ওই দিন চারজন শ্রমিক ওই ট্যাংক পরিষ্কার করতে নামেন । শ্বাসরোধে চার শ্রমিকই অজ্ঞান হয়ে পড়েন । সেখানে উপস্থিত অন্যরা দমকলকে খবর দেন ।

ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় বারদলী ও কামরেজ ইআরসি দমকল বিভাগের দল । দমকলকর্মীরা গভীর ট্যাংকে নেমে শ্রমিকদের খোঁজ শুরু করেন । এরপরেই চার শ্রমিককে অচেতন অবস্থায় পাওয়া যায় । সব শ্রমিককে ট্যাংক থেকে বের করে আনা হয় । তারপর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসক শ্রমিকদের পরীক্ষা-নিরীক্ষা করে চারজনেরই মৃত ঘোষণা করেন । সুরত দমকল বিভাগের এক আধিকারিক বলেন, "ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে । চারজন শ্রমিককে অজ্ঞান অবস্থায় ট্যাংক থেকে বের করে আনা হয় । দুর্ভাগ্যক্রমে চার শ্রমিকেরই মৃত্যু হয়েছে ।"

জানা গিয়েছে, মৃত চারজনের নাম যথাক্রমে চেতন গয়াসিলাল, দীপক সিং নমাশঙ্কর, রাজেশ লুমসিং বাধাইয়া এবং কমলেশ রাজেশ বাধাইয়া । নিহতদের মধ্যে রাজেশ ও কমলেশ হলেন বাবা ও ছেলে । তবে নববর্ষের দিনেই বাবা ও ছেলে-সহ চারজনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

বারদোলী ডিওয়াইএসপি এইচ.এন. রাঠোর বলেন, "ডাইং মিলের নোংরা জল ট্যাংকে জমা হয়, যা পরিশোধন করে বের করে আনতে হয় ৷ বছরে একবার এই ট্যাংক পরিষ্কার করা হয় । আজ দুই শ্রমিক ট্যাংক পরিষ্কারের জন্য প্রবেশ করেন । কিন্তু দীর্ঘক্ষণ তাঁরা বের না হওয়ায় আরও দুই শ্রমিক ট্যাংকে ঢোকেন ৷ পরে তাঁরাও শ্বাসরোধ করে মারা যান ।" বর্তমানে পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত করছে । কোম্পানির নিরাপত্তার বিষয়েও তদন্ত করা হবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন:

  1. সেপটিক ট্যাঙ্ক ভেঙে মর্মান্তিক পরিণতি! বিষাক্ত গ্যাসে প্রাণ গেল দুই ভাইয়ের
  2. শৌচকর্মে গিয়ে সেপটিক ট্যাঙ্কে পড়ল টাকার বান্ডিল, তুলতে নেমে মৃত দুই ভাই

ABOUT THE AUTHOR

...view details