পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Firozabad Lynching ইভটিজারকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তরপ্রদেশে গ্রেফতার চার বোন

40 বছরের এক ব্যক্তিকে পিটিয়ে খুনের (Firozabad Lynching) অভিযোগের উত্তরপ্রদেশের ফিরোজাবাদে চার বোনকে গ্রেফতার করল পুলিশ ৷ মৃতের নাম রাম গোপাল বাঘেল ৷ তাঁর বিরুদ্ধে ওই চার বোনতে উত্যক্ত করার অভিযোগ উঠল ৷

four-sisters-held-for-lynching-eve-teaser-in-uttar-pradesh-firozabad
Firozabad Lynching ইভটিজারকে পিটিয়ে মারার অভিযোগে উত্তরপ্রদেশে গ্রেফতার চার বোন

By

Published : Aug 24, 2022, 1:42 PM IST

Updated : Aug 24, 2022, 2:23 PM IST

ফিরোজাবাদ (উত্তরপ্রদেশ), 24 অগস্ট : পিটিয়ে খুনের (Firozabad Lynching) অভিযোগে চার বোনকে গ্রেফতার করল পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফিরোজাবাদে ৷ মৃতের নাম রাম গোপাল বাঘেল ৷ বছর 40-এর ওই ব্যক্তি লিঞ্চিংয়ে অভিযুক্ত চারজনকে উত্যক্ত (Eve Teasing) করতেন বলে অভিযোগ ৷ তার জেরেই ওই চার বোন আইন নিজেদের হাতে তুলে নেয় বলে স্থানীয় সূত্রে খবর ৷

মঙ্গলবার সকালে স্থানীয় একটি জায়গায় বাঘেলের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ৷ প্রতিবেশীরাই প্রথম মৃতদেহটি দেখেন ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ৷ ফিরোজাবাদ গ্রামীণের পুলিশ সুপার অখিলেশ নারাইন জানিয়েছেন, শিকোহাবাদ পুলিশ ফরেন্সিক দল নিয়ে খেড়া নামে ওই গ্রামে যায় ৷ ঘটনাস্থল খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকরা ৷

তিনি আরও জানান, এই ঘটনায় সাতজন জড়িত বলে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে ৷ চারটি মেয়েকে গ্রেফতার করা হয়েছে (Four sisters held for Lynching) ৷ ধৃতদের জেরা করা হচ্ছে ৷ বাকি তিনজনের সন্ধান এখনও পাওয়া যায়নি ৷ তাঁদের খোঁজে তল্লাশি চলছে ৷

এদিকে এই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ৷ যে ভিডিয়োতে দেখা যাচ্ছে যে ওই চার বোন ও তাদের পরিবারের সদস্যরা বাঘেলকে গালিগালাজ করছে ৷ মারধর করছে ৷ একটি লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷ পরে তাঁর শোয়ার খাটে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে ৷

ফিরোজাবাদ গ্রামীণের পুলিশ সুপার অখিলেশ নারাইন আরও জানিয়েছেন যে প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে রাম গোপাল খারাপ কাজ করত ৷ এই নিয়ে আগেও গোলমাল হয়েছে ৷ বাঘেল সোমবার রাতে খাট নিয়ে এসে ওই চার বোনের বাড়ির সামনে এসে বসেন ৷ তার পর ওই মেয়েগুলিকে উত্যক্ত করা শুরু করেন ৷ তার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ তাঁর উপর চড়াও হয় ওই মেয়েগুলির পরিবারের সদস্যরা ৷ যার জেরে তাঁর মৃত্যু হয় ৷

আরও পড়ুন :গণপিটুনি বিরোধী বিল আনছে ঝাড়খণ্ড সরকার

Last Updated : Aug 24, 2022, 2:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details