পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Four Children Death: বাড়িতে আগুন লেগে চার বোনের মৃত্যু, আহত ছয় - আগুনে পুড়ে মৃত্যু চার শিশুর

বিহারের মুজাফফরপুরে মর্মান্তিক দুর্ঘটনা । বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চার বোনের মৃত্যু হয়েছে । একই সঙ্গে গুরুতর আহত হয়েছেন ছ'জন । এই ঘটনায় পুড়ে ছাই অনেক জিনিসপত্র ।

Four sisters  in fire in Bihar
অগ্নিদগ্ধ হয়ে চার শিশুর মৃত্যু বিহারে

By

Published : May 2, 2023, 7:19 PM IST

মুজফফরপুর (বিহার), 2 মে: বিহারে আগুনে পুড়ে মৃত্যু চার শিশুর ৷ সম্পর্কে তারা চার বোন ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুজফফরপুর জেলার সদর থানার রামদয়ালু এলাকায় ৷ সেখানে সোমবার রাত দেড়টার দিকে একটি বস্তিবাড়িতে হঠাৎ আগুন লেগে যায় । এলাকা ঘিঞ্জি হওয়ায় কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ৷ ওই অগ্নিকাণ্ডের জেরে আরও তিনটি বাড়ি পুড়ে যায় । আগুন লাগার সময় বাড়িতে ঘুমোচ্ছিল ওই চার শিশু ৷ গুরুতর দগ্ধ হয় তারা ৷ পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হাসপাতালে । এই ঘটনায় 6 জন আহত হয়েছেন ৷ সবাইকে চিকিৎসার জন্য এসকেএমসিএইচে ভরতি করা হয়েছে ।

এই ঘটনায় নরেশ রামের চার মেয়ে 12 বছরের সোনি, 8 বছরের শিবানী, 5 বছরের অমৃতা ও 3 বছরের রিতা আগুনে পুড়ে মারা যায় বলে জানা গিয়েছে । একই সঙ্গে রাজেশ রাম ও মুকেশ রামের বাড়িতে আগুন লাগে ৷ ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় থাকা ছ'জন আগুনে ঝলসে গিয়েছে । তাদের এসকেএমসিএইচে চিকিৎসা চলছে । কীভাবে আগুন লাগল, তা এখন পর্যন্ত জানা যায়নি । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

চিকিৎসাধীন অবস্থায় চার বোনের মৃত্যু: অপরদিকে স্থানীয় বাসিন্দাদের তরফে জানা গিয়েছে, বাড়ির দরজার সামনে হঠাৎ আগুন লেগে যায় ৷ যার জেরে কেউ পালাতে না-পারায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে । পুরো বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সদর থানার আধিকারিক সত্যেন্দ্র মিশ্র জানান, গভীর রাতে আগুন লেগেছে ৷ এতে বহু মানুষ দগ্ধ হয়েছে । চিকিৎসাধীন অবস্থায় চারটি মেয়ের মৃত্যু হয়েছে ৷ 5-6 জন ঝলসে গিয়েছে । যাদের হাসপাতালে চিকিৎসা চলছে । আগুন লাগার কারণ এখনও জানা যায়নি । কীভাবে আগুন লাগল, তা তদন্ত করা হচ্ছে বলি তিনি জানান ৷

আরও পড়ুন:কুপি থেকে বাড়িতে আগুন, কার্শিয়াংয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার

ABOUT THE AUTHOR

...view details