সাঙ্গলি (মহারাষ্ট্র), 14 সেপ্টেম্বর: ছেলেধরা সন্দেহে 4 সাধুকে গণপিটুনির অভিযোগ (Sadhus Assaulted By Mob) ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার লাভানা গ্রামে ৷ সাধুদের মারধরের সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ওই সাধুদের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ মহারাষ্ট্র পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে এই ঘটনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ৷ এখনও পর্যন্ত সাধুদের মারধর এবং তাঁদের সম্মানহানির অভিযোগে 6 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷
সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে ওই 4 সাধু উত্তরপ্রদেশের ‘আখাড়া’র সদস্য ৷ তাঁরা কর্নাটকের বিজাপুর থেকে সাঙ্গলির মন্দিরনগরী পান্ধারপুরে যাচ্ছিলেন ৷ পথে লাভানার একটি মন্দিরে তাঁরা কিছুক্ষণের জন্য বিশ্রাম নেন ৷ সেখান থেকে গন্তব্যের রওনা দেওয়ার আগে তাঁরা স্থানীয় একটি বালককে রাস্তা জিজ্ঞেস করছিলেন ৷ সেই সময় তাঁদের ছেলেধরা সন্দেহে (Suspicion of Being Child Lifters) ঘিরে ধরে স্থানীয়রা ৷ এ নিয়ে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কিও শুরু হয়ে যায় ৷