আঙ্গুল, 8 জানুয়ারি: চারজনের মৃত্যু হয়েছে হাতির আক্রমণে ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ওড়িশার আঙ্গুল জেলায় ৷ মৃতদের মধ্যে একজন প্রৌঢ় ছিলেন ৷ তাঁর নাম সুভাষ সাহু ৷ চেলিয়াপাড়া গ্রামে তিনি তাঁর মাঠে কাজ করছিলেন ৷ সে সময় হাতি এসে তাঁর উপর হামলা করে ৷ অঙ্গরাবান্ধা গ্রামে অনিরুদ্ধ সাহু নামের আরেক ব্যক্তিও ওই এক হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন (4 died due to Elephant Attack) ৷
অনিরুদ্ধ সাহু তাঁর ক্ষেতে যাচ্ছিলেন ৷ সে সময় হাতি তাঁকে আক্রমণ করে ৷ একইভাবে বড়সিংহ গ্রামের বাসিন্দা রমেশ সোয়াইন ৷ প্রাতঃকৃত্য সারতে গিয়েছিলেন তিনি ৷ তখন তিনিও হাতির হানায় প্রাণ খুইয়েছেন ৷ দাঁতালটি সান্ত্রি গ্রামের কাছাকাছি ঘোরাফেরা করছিল ৷ তিনটি গ্রামে মোট 4 জনকে হত্যা করে সে ৷
স্থানীয় এক ব্যক্তি বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ৷ তিনি বলেন, "বন দফতর এই দাঁতালটি কোথায় যাচ্ছে, তা জানতে ব্যর্থ হয়েছে ৷ তার ফলে এই দুর্ভাগ্যজনক একের পর এক মৃত্যু ৷ তারা যদি কোনও ভাবে মানুষকে সতর্ক করতেন এবং হাতির গতিবিধি সম্পর্কে জানাতেন, তাহলে এই চারজনের প্রাণ বাঁচত ৷" সূত্রে জানা গিয়েছে, ওই দাঁতালটি হয়তো কোনও ভাবে তার দল থেকে আলাদা হয়ে গিয়েছে ৷ দলছুট এখন ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছে ৷