পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chhattisgarh: আইসিইউ-র রোগীর মুখে চড়ছে পিঁপড়ে ! ঘটনায় সাসপেন্ড চার

হাসপাতালের আইসিইউ (ICU)-তে পিঁপড়ে ৷ ছত্তিশগড়ের (Chhattisgarh) দুর্গ জেলার (Durg District) ঘটনায় সাসপেন্ড করা হল চারজনকে ৷ ঠিক কী ঘটেছিল ?

four people suspended after Ants crawl on patient face in a Chhattisgarh hospital
Chhattisgarh: আইসিইউ-তে ভর্তি রোগীর মুখে চড়ছে পিঁপড়ে ! ঘটনায় সাসপেন্ড চার

By

Published : Oct 3, 2022, 4:09 PM IST

দুর্গ (ছত্তীসগড়), 3 অক্টোবর: হাসপাতালের আইসিইউ (ICU)-তে চিকিৎসাধীন মুমূর্ষু রোগীর মুখে হেঁটে বেড়াচ্ছে পিঁপড়ে ! এমন ঘটনা দেখে তাজ্জব বনে গিয়েছেন স্বাস্থ্য দফতরের কর্তারাও ৷ ঘটনার জেরে সাসপেন্ড হতে হয়েছে সংশ্লিষ্ট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং দুই স্বাস্থ্যকর্মীকে ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ছত্তিশগড়ের (Chhattisgarh) দুর্গ জেলায় (Durg District) ৷

সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যে ঘটনা নিয়ে এত হইচই, সেটি ঘটেছে দুর্গ জেলার নেহরু নগরের (Nehru Nagar) চন্দুলাল চন্দ্রাকর হাসপাতালে (Chandulal Chandrakar Hospital) ৷ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে ৷ ইতিমধ্যেই অভিযুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সাসপেন্ড করা হয়েছে ৷ যদিও সূত্রের দাবি, অভিযুক্তদের সকলের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর ৷ তাদের নির্দেশ, ঘটনার সময় কর্তব্যরত চিকিৎসক হিমাংশু চন্দ্রাকর, হাসপাতালের নার্স এলিন রাম এবং দুই স্বাস্থ্যকর্মী মানসিং যাদব ও যুগল কিশোর ভার্মাকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করতে হবে ৷ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্বাস্থ্য দফতরের এই নির্দেশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ৷

আরও পড়ুন:আইসিইউ-তে ভর্তি মুলায়ম, রয়েছেন স্থিতিশীল

গত শুক্রবার ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, দুর্গের চন্দুলাল চন্দ্রাকর হাসপাতালেই ভর্তি হয়েছিলেন রাম সাহু নামে এক ব্যক্তি ৷ তীব্র শ্বাসকষ্টের কারণে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ তিনি সুভাষ নগরের বাসিন্দা ৷ পরে বাবাকে দেখতে হাসপাতালে পৌঁছন রামের ছেলে ৷ অনুমতি নিয়ে আইসিইউ-তে ঢোকেন তিনি ৷ কিন্তু, বাবার কাছে পৌঁছেই তাজ্জব হয়ে যান ওই যুবক ৷ তিনি দেখেন, তাঁর অসুস্থ বাবার মুখে পিঁপড়ে চড়ে বেড়াচ্ছে !

রামের ছেলের দাবি, বাবার মুখে পিঁপড়ে চড়তে দেখেই কর্তব্যরত নার্সকে অভিযোগ করেছিলেন ৷ কিন্তু, তিনি বিষয়টিকে পাত্তাই দিতে চাননি ৷ উলটে রামের ছেলেকে ওই নার্স বলেন, "বৃষ্টি, বাদলার দিনে পিঁপড়ে এভাবেই ঘুরে বেড়ায় !" এই জবাবে হতবাক হয়ে যান রাম সাহুর ছেলে ৷ পরবর্তীতে স্বাস্থ্য দফতরের কানে এই খবর যায় ৷ সঙ্গে সঙ্গে আসরে নামে তারা ৷ ঘটনার সময় কর্তব্যরত সকলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় ৷

ABOUT THE AUTHOR

...view details