দুর্গ (ছত্তীসগড়), 3 অক্টোবর: হাসপাতালের আইসিইউ (ICU)-তে চিকিৎসাধীন মুমূর্ষু রোগীর মুখে হেঁটে বেড়াচ্ছে পিঁপড়ে ! এমন ঘটনা দেখে তাজ্জব বনে গিয়েছেন স্বাস্থ্য দফতরের কর্তারাও ৷ ঘটনার জেরে সাসপেন্ড হতে হয়েছে সংশ্লিষ্ট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং দুই স্বাস্থ্যকর্মীকে ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ছত্তিশগড়ের (Chhattisgarh) দুর্গ জেলায় (Durg District) ৷
সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যে ঘটনা নিয়ে এত হইচই, সেটি ঘটেছে দুর্গ জেলার নেহরু নগরের (Nehru Nagar) চন্দুলাল চন্দ্রাকর হাসপাতালে (Chandulal Chandrakar Hospital) ৷ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে ৷ ইতিমধ্যেই অভিযুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সাসপেন্ড করা হয়েছে ৷ যদিও সূত্রের দাবি, অভিযুক্তদের সকলের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর ৷ তাদের নির্দেশ, ঘটনার সময় কর্তব্যরত চিকিৎসক হিমাংশু চন্দ্রাকর, হাসপাতালের নার্স এলিন রাম এবং দুই স্বাস্থ্যকর্মী মানসিং যাদব ও যুগল কিশোর ভার্মাকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করতে হবে ৷ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্বাস্থ্য দফতরের এই নির্দেশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ৷