ভাটকাল (কর্ণাটক), 25 ফেব্রুয়ারি: সম্পত্তি নিয়ে বিবাদের জের ৷ একই পরিবারের 4 সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগে এক মহিলা এবং তাঁর বাবাকে আটক করল পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের উত্তরকান্নাড় জেলার ভাটকাল তালুকে ৷ ঘটনায় মৃত শম্ভু ভাট (65), তাঁর স্ত্রী মাদেবী ভাট (45), ছোট ছেলে রাজীব ভাট (34) এবং পুত্রবধূ কুসুমা ভাট (30)-এর দেহ হাদাভাল্লি গ্রামে শুক্রবার সকালে পাওয়া গিয়েছে (Four People of Same Family Brutally Murder in Karnataka) ৷ ঘটনা জড়িত বিনয় নামে আরেক অভিযুক্ত পলাতক ৷
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, শম্ভু ভাটের বড় ছেলে শ্রীধর ভাট অসুস্থতার কারণে মারা গিয়েছেন ৷ তখন থেকে তাঁর বড় পুত্রবধূ বিদ্যা ভাট তাঁর বাপের বাড়িতে থাকতেন ৷ সম্প্রতি তিনি শ্বশুর বাড়ির কাছে সম্পত্তির দাবি করেন ৷ সেই মতো শম্ভু ভাট তাঁর মৃত বড় ছেলের অংশ বিদ্যার নামে করে দেন ৷ কিন্তু, তারপরেও বিদ্যা এবং তাঁর বাপের বাড়ির লোকজন সম্পত্তির জন্য চাপ দিচ্ছিলেন ৷