কোঠাগুড়েম (তেলাঙ্গানা), 21 জানুয়ারি: তেলাঙ্গানার কোঠাগুড়েম জেলার ইয়েলান্দু মন্ডলের কোটিলিঙ্গালা মোড়ে পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে (Four People kill in Road Accident while Going to Pre-Wedding Shoot) ৷ দুর্ঘটনায় আরও 1 জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি ৷ শুক্রবার রাত সাড়ে 10টা নাগাদ এই পথ দুর্ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে, একটি গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷
জানা গিয়েছে, গাড়িতে সওয়ার 5 জন ভদ্রাদ্রি জেলার বুরগামপাড়ু মন্ডলের মোথ গ্রামে প্রি-ওয়েডিং ফটোশুটে যাচ্ছিলেন ৷ সেই সময় উলটো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির ৷ ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের পরিচয় জানা গিয়েছে ৷ তাঁরা হলেন, রাম (33), কল্যাণ (34), শিবা (33) এবং অরবিন্দ (20) । পুলিশ জানিয়েছে, এরা সকলে তেলাঙ্গানার ওয়াড়াঙ্গাল জেলার বাসিন্দা ৷ প্রথম তিনজন ঘটনাস্থেলই প্রাণ হারান । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 20’র তরুণ অরবিন্দর ৷ তিনি হনুমাকোন্ডা জেলার কমলপুরের বাসিন্দা ৷ ওয়াড়াঙ্গাল জেলার বাসিন্দা রণধীর গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷