পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Money Theft in Bengaluru: সুপারি ব্যবসায়ীর গাড়ি থেকে 1 কোটি চুরি ! ধৃত চালক-সহ 4 - সুপারি ব্যবসায়ীর গাড়ি থেকে 1 কোটি চুরি

Areca nut dealer Money Robbery: বেঙ্গালুরুতে সুপারি ব্যবসায়ীর গাড়ি থেকে 1 কোটি চুরির অভিযোগ ৷ ঘটনায় গ্রেফতার ব্যবসায়ীর গাড়ির চালক-সহ চারজন ৷ তাঁদের কাছে থেকে উদ্ধার আইফোন-সহ আরও সামগ্রী ৷

Money Theft in Bengaluru
সুপারি ব্যবসায়ীর টাকা চুরি

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 8:24 PM IST

বেঙ্গালুরু, 2 নভেম্বর:সুপারি ব্যবসায়ীর গাড়ি থেকে 1 কোটি টাকা চুরির অভিযোগে গ্রেফতার 4 ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে ৷ আপারপেট পুলিশ গাড়ির চালক-সহ চার অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ চালকই মালিকের নজর এড়িয়ে গাড়ি থেকে 1 কোটি টাকা চুরি করেছে বলে অভিযোগ । ধৃতদের নাম স্বামী (34), অনুপমা (38), পবন (30) এবং কার্তিক (27) ৷

জানা গিয়েছে, 7 অক্টোবর বেঙ্গালুরুতে এসেছিলেন সুপারি ব্যবসায়ী উমেশ ৷ তখনই তাঁর গাড়ি থেকে 1 কোটি টাকা চুরি হয়ে যায় ৷ এই ঘটনায় উমেশের গাড়ির চালকের উপর সন্দেহ হয় তাঁর ৷ তিনি 21 অক্টোবর গাড়ির চালক স্বামীর বিরুদ্ধে আপারপেট থানায় অভিযোগ দায়ের করেন ৷ উমেশ চিত্রদুর্গা জেলার ভীমসমুদ্রের বাসিন্দা ৷ তিনি বিভিন্ন জেলার কৃষকদের কাছ থেকে সুপারি কিনে অন্য রাজ্যে রফতানি করেন । 7 অক্টোবর উমেশ তাঁর গাড়ির চালক স্বামীর সঙ্গে সুপারি কেনার জন্য 1কোটি নগদ টাকা নিয়ে চিত্রদুর্গা থেকে বেরোন । গাড়ির ডিকিতে ওই টাকার ব্যাগটি রাখা ছিল । তুমকুরে সুপারি পাওয়া যায়নি । তাই উমেশ এরপর বেঙ্গালুরুতে এসেছিলেন ৷

ধৃতদের কাছে থেকে উদ্ধার হওয়া জিনিস

গান্ধিনগরের কালিদাসা রোডে গিরিয়ার কাছে দুপুর 2টোয় গাড়ি দাঁড় করান উমেশ ও স্বামী ৷ এরপর কাছের একটি হোটেলে মধাহ্নভোজ সারেন তাঁরা ৷ বেঙ্গালুরুর চন্দ্রালআউটে পিজিতে তাঁর মেয়ে থাকেন ৷ সেখানে গিয়ে এরপর উমেশ মেয়ের সঙ্গে কথা বলেন ৷ তারপর চিত্রদুর্গার উদ্দেশে রওনা হন । ফেরার পথে চা খাওয়ার জন্য ডাবুসপেটের কাছে কয়েক মিনিট গাড়ি থামিয়ে ছিলেন চালক স্বামী । পরে ভীমসমুদ্রে ফিরে এসে উমেশ দেখেন গাড়িতে সুপারি কেনার জন্য যে টাকা নিয়ে গিয়েছিলেন তিনি সেই ব্যাগটি নেই । অনেক খোঁজাখুঁজির পরেও ব্যাগটি না পাওয়ায় বন্ধুর সঙ্গে কথা বলে উমেশ আপারপেট থানায় এসে অভিযোগ দায়ের করেন ।

আরও পড়ুন:মিনিবাসে কয়েক লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে শ্রীঘরে দম্পতি !

তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করেছে ৷ ঘটনায় গাড়ির চালক স্বামী-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, তারা ধৃতদের কাছ থেকে নগদ 90.19 লক্ষ টাকা, 6.49 লক্ষ টাকা মূল্যের 2টি আইফোন, 1টি হেডফোন, 2টি এমনি ঘড়ি, 1টি স্মার্ট ঘড়ি, 61.670 গ্রাম সোনার গয়না, 2টি গাড়ি, 1টি বাইক এবং 4টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ।

ABOUT THE AUTHOR

...view details