পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রেললাইন পেরোতে গিয়ে উৎকল এক্সপ্রেসের ধাক্কা, ঝাড়খণ্ডে মৃত 4 - ট্রেন দুর্ঘটনা

Major Train Accident: রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল 4 জনের ৷ ঝাড়খণ্ডের সরাইকেলার ঘটনা ৷ ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে ৷

Etv Bharat
রেললাইন পেরোতে গিয়ে উৎকল এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু 4 জনের

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2024, 9:29 PM IST

Updated : Jan 18, 2024, 9:54 PM IST

সরাইকেলা, 18 জানুয়ারি: উৎকল এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল চারজনের ৷ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ রেললাইন পার হওয়ার সময় গামহারিয়া রেলস্টেশনের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ৷ প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে, নতুন দিল্লি-পুরী উৎকল এক্সপ্রেস টাটানগর স্টেশনে যাচ্ছিল ৷ তখনই গামহারিয়া রেলওয়ে স্টেশনের কাছে 4 জন লোক রেললাইন পার হচ্ছিলেন ৷ ঘন কুয়াশার কারণে সেই সময় একটি দ্রুতগামী ট্রেনের সঙ্গে তাঁদের ধাক্কা লাগে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 4 জনের ৷

টাটানগর আরপিএফের কাছ থেকে জানা গিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর রেলওয়ের তরফে লাইন থেকে সমস্ত মৃতদেহ সরানোর কাজ শুরু হয়। বর্তমানে পুরো ঘটনাটি রেলওয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি । তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রেলওয়ের 260/20 নং পোলের কাছে ৷ সেখানেই তিনটি মৃতদেহ ডাউন রেললাইনে এবং একটি আপ রেললাইনে পড়ে থাকতে দেখা গিয়েছে ৷

কুয়াশায় দৃশ্যমানতা কম থাকার কারণে এমনিতেই ট্রেন ধীর গতিতে চলছে ৷ তার মধ্যেও এই দুর্ঘটনা ঘটল ৷ প্রাথমিকভাবে কুয়াশার কথা মনে হলেও এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শীতকালে এই ধরনের ঘটনা ঘটা নতুন কিছু নয়। তবে একসঙ্গে 4 জনের মৃত্যু যে রেলের কর্তাদের নতুন করে ভাবাবে তা বলাই বাহুল্য। এভাবে দুর্ঘটনা এড়াতে নজরদারি বাড়ানো থেকে শুরু করে যাত্রীদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়ে থাকে। কিন্তু তাতেও যে কাজের কাজ পুরোপুরি হয়নি তা আবারও প্রমাণিত হল। সামনে থেকে ট্রেনকে দেখতে না পেয়ে প্রাণ গেল 4 জনের ।

আরও পড়ুন :

  1. চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গেলেন স্ত্রী, বরাত জোরে রক্ষা পেলেন দম্পতি
  2. লাইনে বড় গর্ত! লাল গেঞ্জি দেখিয়ে যাত্রীবোঝাই ট্রেনকে দুর্ঘটনা থেকে বাঁচিয়ে 'ত্রাতা' নাবালক
  3. কানে ফোন নিয়ে রেললাইন ধরে হাঁটাই কাল হল! ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন শিক্ষক
Last Updated : Jan 18, 2024, 9:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details