পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু দুই শিশু-সহ পরিবারের 4 সদস্যের

Fire in Begusarai: বিহারের বেগুসরাইয়ে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে । নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী ও দুই সন্তান রয়েছে বলে জানা গিয়েছে । শর্ট সার্কিটের জেরেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে ।

Fire in Begusarai
বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ড

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 10:21 AM IST

Updated : Jan 2, 2024, 10:53 AM IST

বেগুসরাই(বিহার), 2 জানুয়ারি:বিহারের বেগুসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে দুই শিশু-সহ চারজনের । চারজনই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। পরিবারের দাবি, খবর পেয়েও দমকলের আসতে দেরি করেছে। ঘটনাটি ঘটেছে বেগুসরাই জেলার বাছওয়ারা থানার আরওয়া পঞ্চায়েতের আট নম্বর ওয়ার্ডে। সূত্রের খবর, সোমবার গভীর রাতে ওই এলাকার একটি বাড়িতে এই আগুন লাগার ঘটনাটি ঘটে । শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান। এই ঘটনায় স্বামী-স্ত্রী ও তাঁদের দুই সন্তান দগ্ধ হয় । পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে ৷

জানা গিয়েছে, প্রথমে ঘরের ভিতরে আগুন লাগে ৷ তারপর ছোট জায়গা থেকে আগুন দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে ৷ ওই বাড়ি থেকে ছড়িয়ে পড়া আগুনের লেলিহান শিখায় আশেপাশের বেশ কিছু ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। প্রাণ যায় বেশ কয়েকটি গবাদি পশুর ৷ পাশাপাশি, বাড়িতে থাকা আসবাবপত্র থেকে শুরু করে অন্য জিনিসপত্রও আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে । সবমিলিয়ে কয়েকলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান প্রশাসনের ৷

মৃতের পরিবারের সদস্যরা জানান, রাতে সবাই যখন ঘুমোচ্ছিলেন তখন শর্ট সার্কিটের কারণে ঘরে আগুন লাগে । দুই সন্তানকে বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রীও আগুনের কবলে পড়েন । নিহতরা হলেন নীরজ পাসওয়ান (33), কবিতা দেবী (25) এবং তাঁদের দুই সন্তান । পরিবারের অভিযোগ, ঘটনার পরেই দমকলকে খবর দেওয়া হয় ৷ তবে তারা দেরিতে সেখানে এসে পৌঁছয় ৷ যার ফলে আগুন আরও বেশি ছড়িয়ে পড়ে ৷ দমকলকে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ৷ তবে বর্তমানে আগুন নিভিয়ে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর কাজ চলছে ৷

আরও পড়ুন:

  1. মহারাষ্ট্রে গ্লাভস তৈরির কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত 6 শ্রমিক
  2. ডাম্পারের সঙ্গে সংঘর্ষে আগুনে পুড়ল বাস, জীবন্ত দগ্ধ হয়ে মৃত কমপক্ষে 12 ; আহত 14
  3. ভিলাই স্টিল প্ল্যান্টে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে হিমশিম দমকলবাহিনী
Last Updated : Jan 2, 2024, 10:53 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details