কাকিনাড়া (অন্ধ্রপ্রদেশ), 3 ডিসেম্বর: বৃহস্পতিবার মধ্যরাতে বালি বোঝাই লরির সঙ্গে কন্টেইনারের সংঘর্ষ হয়েছে ৷ এর জেরে মুহূর্তেই আগুন লেগে যায় গাড়ি দুটিতে ৷ ঘটনায় আগুনে পুড়ে মারা গিয়েছে চারজন (Four burnt alive in accident) ৷ ঘটনাটি ঘটেছে কাকিনাড়া জেলার প্রতিপাদু মন্ডলের (Prattipadu mandal) ধর্মভরম (Dharmavaram) এলাকায় জাতীয় সড়কে ৷
জানা গিয়েছে, বালি বোঝাই লরিটি (sand lorry) বিশাখার দিকে যাচ্ছিল ৷ সেসময় রাস্তার ডিভাইডারের উপর উঠে যায় লরিটি এবং গিয়ে ধাক্কা মারে কন্টেইনারটিতে । লরিটি সরাসরি কন্টেইনারে থাকা ডিজেল ট্যাঙ্কে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় ৷ এরপরই আগুন লেগে যায় (lorry hits container trigger fire) । আর তার জেরে পুড়ে মৃত্যু হয়েছে চারজনের (Death in Road Accident) ৷