উত্তরপ্রদেশ, 23 সেপ্টেম্বর: উত্তরপ্রদেশে অনারকিলিং-এর (UP Honour Killng) ঘটনায় একই পরিবারের চারজনকে ফাঁসির সাজা শোনাল স্থানীয় আদালত ৷ 2017 সালে খুন হয়েছিলেন তরুণ এক যুগল (Four of family sentenced to death)৷ সেই ঘটনায় মৃতার বাবা কিষানপাল, তাঁর স্ত্রী জালধারা ও তাঁদের দুই ছেলে বিজয়পাল ও রামবীরকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছেন জেলা জজ পঙ্কজ আগরওয়াল (UP couple murder)৷
2017 সালের 14 মে উরাইনা গ্রামের বাসিন্দা পাপ্পু সিং তাঁর 24 বছরের ছেলে গোবিন্দ ও কিষানপালের 22 বছরের মেয়ে আশাকে খুনের অভিযোগ দায়ের করেছিলেন চারজনের বিরুদ্ধে ৷ পাপ্পু সিং অভিযোগ করেন, গোবিন্দ ও আশার মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকায় তাঁদের কুপিয়ে খুন করেছেন কিষানপাল ও তাঁর পরিবার ৷ অভিযোগে বলা হয়, বিয়ে দেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়ে দিল্লি থেকে ডেকে পাঠানো হয়েছিল গোবিন্দ ও আশাকে ৷ পেছন থেকে গোবিন্দর মাথায় কোপ বসিয়ে তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ ৷ আশা তাঁকে বাঁচাতে গেলে সাজাপ্রাপ্ত চারজন তাঁর উপরও চড়াও হন ও আশাকে খুন করেন বলে অভিযোগ ৷