নয়াদিল্লি, 21 ডিসেম্বর: চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানে নতুন করে বৃদ্ধি পেতে শুরু করেছে করোনা সংক্রমণ ৷ উদ্বেগ বাড়িয়ে ভাইরাসের নয়া প্রজাতি BF. 7-এর সন্ধান মিলল ভারতেও ৷ গুজরাতের ভদোদরা, আমেদাবাদ এবং ওড়িশার ভুবনেশ্বরে ভাইরাসের নয়া প্রজাতির কমপক্ষে তিনটি কেসের সন্ধান পাওয়া গিয়েছে ৷ পাশাপাশি চিনে বর্তমানে ভাইরাসের যে প্রজাতি চোখ রাঙাচ্ছে, সেই প্রজাতির সন্ধানও সৈকতরাজ্যে মিলেছে বলে খবর ৷ উদ্বেগের মধ্যেই নতুন করে করোনার চোখরাঙানি নিয়ে দেশবাসীকে সতর্ক করল কেন্দ্র ৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গত দু'মাসে ভারতীয় সার্স-কোভ-টু (SARS-CoV-2) জিনোমিক কনসোর্টিয়ামে (INSACOG) চারটি নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়েছে ৷ বুধবার এই তথ্য সামনে আনা হয়েছে ৷ যদিও তাতে চিন্তার কিছু নেই বলেই জানিয়েছে কেন্দ্র ৷
করোনা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি জরুরি বৈঠক হয় বুধবার ৷ নীতি আয়োগের সদস্য চিকিৎসক ভিকে পল সেই বৈঠক থেকে বেরিয়ে বলেন, "অক্টোবর থেকে জিনোমিক কনসোর্টিয়াম বিএফ.7 (INSACOG BF.7)-সহ করোনার নতুন চারটি প্রজাতি সনাক্ত করা হয়েছে ৷ যা অন্যান্য দেশেও রয়েছে ৷"