পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Covid Variants: গুজরাত-ওড়িশায় কোভিডের নয়া প্রজাতির হানা, জনবহুল স্থানে মাস্ক ব্যবহারের পরামর্শ কেন্দ্রের - চারটি নতুন ভ্যারিয়েন্ট

দেশে ধরা পড়েছে করোনার চারটি নতুন ভ্যারিয়েন্ট (Covid Variants) ৷ তবে চিন্তার কিছু নেই ৷ সতর্ক হতে বললেন নীতি আয়োগের সদস্য চিকিৎসক ভিকে পল ৷

ফাইল চিত্র
করোনা

By

Published : Dec 21, 2022, 5:57 PM IST

Updated : Dec 21, 2022, 6:35 PM IST

নয়াদিল্লি, 21 ডিসেম্বর: চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানে নতুন করে বৃদ্ধি পেতে শুরু করেছে করোনা সংক্রমণ ৷ উদ্বেগ বাড়িয়ে ভাইরাসের নয়া প্রজাতি BF. 7-এর সন্ধান মিলল ভারতেও ৷ গুজরাতের ভদোদরা, আমেদাবাদ এবং ওড়িশার ভুবনেশ্বরে ভাইরাসের নয়া প্রজাতির কমপক্ষে তিনটি কেসের সন্ধান পাওয়া গিয়েছে ৷ পাশাপাশি চিনে বর্তমানে ভাইরাসের যে প্রজাতি চোখ রাঙাচ্ছে, সেই প্রজাতির সন্ধানও সৈকতরাজ্যে মিলেছে বলে খবর ৷ উদ্বেগের মধ্যেই নতুন করে করোনার চোখরাঙানি নিয়ে দেশবাসীকে সতর্ক করল কেন্দ্র ৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গত দু'মাসে ভারতীয় সার্স-কোভ-টু (SARS-CoV-2) জিনোমিক কনসোর্টিয়ামে (INSACOG) চারটি নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়েছে ৷ বুধবার এই তথ্য সামনে আনা হয়েছে ৷ যদিও তাতে চিন্তার কিছু নেই বলেই জানিয়েছে কেন্দ্র ৷

করোনা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি জরুরি বৈঠক হয় বুধবার ৷ নীতি আয়োগের সদস্য চিকিৎসক ভিকে পল সেই বৈঠক থেকে বেরিয়ে বলেন, "অক্টোবর থেকে জিনোমিক কনসোর্টিয়াম বিএফ.7 (INSACOG BF.7)-সহ করোনার নতুন চারটি প্রজাতি সনাক্ত করা হয়েছে ৷ যা অন্যান্য দেশেও রয়েছে ৷"

চিন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল-সহ কয়েকটি দেশে ফের করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরে এই বৈঠক ডাকে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক । বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চিকিৎসক ভারতী পি পাওয়ার, স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ, এআইআইএমএসের ডিরেক্টর এবং স্বাস্থ্য মন্ত্রকের আরও কয়েকজন আধিকারিক ।

আরও পড়ুন:করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে চিনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধের পক্ষে 71 শতাংশ ভারতীয়

এদিন ভিকে পল বলেন, "আমরা জুলাই মাসে একটি বিএফ ভ্যারিয়েন্ট, সেপ্টেম্বরে দুটি এবং নভেম্বরে একটি সনাক্ত করেছি । তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই ৷ মানুষের জনবহুল এলাকায় মাস্ক পরা উচিত । যাদের কমরবিডিটি রয়েছে বা বয়স্ক তাদের বিশেষ করে এটি মেনে চলা উচিত ।" তিনি আরও বলেন, "ভারতের মোট জনসংখ্যার মাত্র 27-28 শতাংশ মানুষ করোনার টিকা ডোজ নিয়েছেন । টিকা সকলেরই নেওয়া উচিত ।"

Last Updated : Dec 21, 2022, 6:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details