নয়াদিল্লি, 2 ডিসেম্বর : আরও চারজন করোনা পজিটিভ রোগীর সন্ধান মিলল দিল্লিতে (Four more covid positive found at delhi airport) ৷ ওই চারজন বিদেশ থেকে এসেছেন ৷ নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের পরীক্ষা করা হয় ৷ সেখানেই তাঁদের রিপোর্ট পজিটিভ আসে ৷
করোনার নতুন ভ্য়ারিয়্যান্ট ওমিক্রনের সংক্রমণ (Covid New Variant Omicron) ছড়িয়ে পড়ার জেরে যে দেশগুলিকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, ওই চারজন সেই দেশ থেকে এসেছেন ৷ তিনজন এসেছেন এয়ার ফ্রান্সের বিমানে ৷ ওই বিমানে মোট 243 জন এসেছেন ৷ আর চতুর্থজন এসেছেন লন্ডন থেকে ৷ তিনি যে বিমানে এসেছেন, তাতে আরও 194 জন এসেছেন ৷