শোপিয়ান, 5 অক্টোবর: জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে (Shopian Eencounter) পৃথক দুটি এনকাউন্টারে মৃত্যু হল চার জঙ্গির (Militants killed)৷ দ্রাচে শুরু হয় প্রথম এনকাউন্টার ৷ সেখানে বাহিনীর গুলিতে প্রাণ গিয়েছে তিনজন জইশ-ই-মহম্মদ জঙ্গির ৷ এই এনকাউন্টার শুরুর 12 ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয় এনকাউন্টার শুরু হয় শোপিয়ানের মোলু এলাকায় ৷ জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াইয়ে সেখানে মৃত্যু হয় একজন জঙ্গির ৷
কাশ্মীর (Jammu and Kashmir) জোন পুলিশ টুইট করে জানিয়েছে, "শোপিয়ানের দ্রাচে এনকাউন্টারে মৃত্যু হয়েছে তিনজন স্থানীয় জঙ্গির ৷ তারা জেইএম-এর সঙ্গে জড়িত ছিল ৷ মোলুতে দ্বিতীয় এনকাউন্টার শুরু হয়েছে ৷" পরে জানানো হয়, মুলুতে এক জঙ্গির মৃত্যু হয়েছে ৷
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মোলুতে অভিযান চালান পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের যৌথ বাহিনী ৷ তাঁদের দেখে লুকিয়ে থাকা জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলে পালটা গুলি ছোড়েন জওয়ানরা ৷ এরপরই শুরু হয় তীব্র গুলির লড়াই ৷