পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Encounters in J&K : কাশ্মীর উপত্যকায় যৌথ অভিযানে খতম জইশ ও লস্করের 4 জঙ্গি

কাশ্মীর উপত্যকার পাঁচ জায়গায় আধাসেনা এবং পুলিশের যৌথ অভিযানে জইশ ও লস্করের 4 জঙ্গিকে মারা হয়েছে (Four Militants Killed in Joint Operation of Security Force and Police in Kashmir) ৷ শুক্রবার রাতে শুরু হওয়া এই অভিযানে আরও বেশ কিছু জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে ৷

Four Militants Killed in Kashmir
কাশ্মীরে খতম 4 জঙ্গি

By

Published : Mar 12, 2022, 10:24 AM IST

শ্রীনগর, 12 মার্চ : জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার চার জঙ্গিকে তিনটি আলাদা সংঘর্ষে নিকেশ করল নিরাপত্তাবাহিনীর জওয়ানরা (Four Militants Killed in Joint Operation of Security Force and Police in Kashmir) ৷ শনিবার জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে এমনটা জানানো হয়েছে ৷ পুলওয়ামা, গান্দেরবাল এবং হান্দওয়ারায় বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে ৷

কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, পুলিশ এবং আধাসেনা উপত্যকার পাঁচটি জায়গায় যৌথ অভিযান চালায় ৷ সেই অভিযানে 4 জঙ্গিকে খতম করা হয়েছে বলে জানান তিনি ৷ বিজয় কুমার বলেন, "আমরা শুক্রবার রাতে পাঁচটি জায়গায় যৌথ অভিযান চালিয়েছি ৷ এখনও পর্যন্ত পুলওয়ামায় জইশের 2 জঙ্গি এবং গান্দেরবাল ও হান্দওয়ারায় 2 লস্কর জঙ্গিকে মারা হয়েছে (Four Militants were Belongs to Lasker and Jaish) ৷"

আরও পড়ুন : India on Accidental Missile Firing : ভুলবশত পাকিস্তানে পড়ল ভারতের ক্ষেপণাস্ত্র, তদন্তের নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রকের

কাশ্মীরের আইজি জানিয়েছেন, উপত্যকার 5টি অঞ্চলেই আধাসেনা এবং পুলিশের এই যৌথ অভিযান জারি রয়েছে ৷ আরও অনেক জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details