কোয়েম্বাটোর, 14 মার্চ:তামিলনাড়ুর (Tamil Nadu) কোয়েম্বাটোরে (Coimbatore) কাজ করতে এসে আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা (Migrant Labourers from West Bengal under Attack) ৷ রাতের অন্ধকারে তাঁদের উপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ৷ সেই ঘটনায় এবার চরমপন্থী ভাবাদর্শে বিশ্বাসী যুবকদের জড়িত থাকার অভিযোগ উঠল ৷ কোয়েম্বাটোরের পুলিশ কমিশনার জানিয়েছেন, স্থানীয় দু'টি গোষ্ঠী পরিযায়ী শ্রমিকদের উপর এই হামলা চালিয়েছিল ৷ সেই দু'টি গোষ্ঠীর মধ্য়ে একটি গোষ্ঠীর এক সদস্য স্বীকার করেছেন যে তাঁরা চরম দক্ষিণপন্থী ভাবাদর্শে বিশ্বাসী !
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কোয়েম্বাটোরের ইডিয়ার রোডের টাউন হলে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর এই হামলা চালানো হয় ৷ ঘটনার পর আক্রান্ত শ্রমিকদের মধ্য়ে একজন স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ ইতিমধ্য়ে হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে ৷ সেই ফুটেজ খতিয়ে দেখে এবং প্রাথমিক তদন্ত প্রক্রিয়া সারার পর পুলিশ মোট চারজনকে গ্রেফতার করেছে ৷ ধৃতরা হলেন, সূর্য প্রকাশ, প্রকাশ, প্রগতিস্বরণ এবং ভেলমুরুগান ৷ এদিকে, হামলার খবর চাউর হতেই একজোট হয়ে এর প্রতিবাদ শুরু করেন পরিযায়ী শ্রমিকরা ৷ ফলে ঘটনাস্থলে উত্তেজনা ছড়ায় ৷ তবে, কিছুক্ষণের মধ্য়েই পুলিশ সেই ভিড় হঠিয়ে দেয় ৷