পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bengal Labourers under Attack: কোয়েম্বাটোরে আক্রান্ত বাংলার শ্রমিকরা, গ্রেফতার 4 - পরিযায়ী শ্রমিক

কোয়েম্বাটোরে আক্রান্ত হলেন বাংলার শ্রমিকরা (Migrant Labourers from West Bengal under Attack) ৷ ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

four men arrested after Migrant Labourers from West Bengal under Attack in Coimbatore
সাংবাদিকদের মুখোমুখি পুলিশ

By

Published : Mar 14, 2023, 9:46 PM IST

কোয়েম্বাটোর, 14 মার্চ:তামিলনাড়ুর (Tamil Nadu) কোয়েম্বাটোরে (Coimbatore) কাজ করতে এসে আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা (Migrant Labourers from West Bengal under Attack) ৷ রাতের অন্ধকারে তাঁদের উপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ৷ সেই ঘটনায় এবার চরমপন্থী ভাবাদর্শে বিশ্বাসী যুবকদের জড়িত থাকার অভিযোগ উঠল ৷ কোয়েম্বাটোরের পুলিশ কমিশনার জানিয়েছেন, স্থানীয় দু'টি গোষ্ঠী পরিযায়ী শ্রমিকদের উপর এই হামলা চালিয়েছিল ৷ সেই দু'টি গোষ্ঠীর মধ্য়ে একটি গোষ্ঠীর এক সদস্য স্বীকার করেছেন যে তাঁরা চরম দক্ষিণপন্থী ভাবাদর্শে বিশ্বাসী !

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কোয়েম্বাটোরের ইডিয়ার রোডের টাউন হলে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর এই হামলা চালানো হয় ৷ ঘটনার পর আক্রান্ত শ্রমিকদের মধ্য়ে একজন স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ ইতিমধ্য়ে হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে ৷ সেই ফুটেজ খতিয়ে দেখে এবং প্রাথমিক তদন্ত প্রক্রিয়া সারার পর পুলিশ মোট চারজনকে গ্রেফতার করেছে ৷ ধৃতরা হলেন, সূর্য প্রকাশ, প্রকাশ, প্রগতিস্বরণ এবং ভেলমুরুগান ৷ এদিকে, হামলার খবর চাউর হতেই একজোট হয়ে এর প্রতিবাদ শুরু করেন পরিযায়ী শ্রমিকরা ৷ ফলে ঘটনাস্থলে উত্তেজনা ছড়ায় ৷ তবে, কিছুক্ষণের মধ্য়েই পুলিশ সেই ভিড় হঠিয়ে দেয় ৷

পরবর্তীতে আক্রান্ত শ্রমিকদের সঙ্গে কথা বলেন কোয়েম্বাটোরের পুলিশ কমিশনার বালকৃষ্ণন ৷ তিনি জানিয়েছেন, ঘটনায় যারা প্রকৃত দোষী, তাদের কাউকে রেয়াত করা হবে না ৷ সরকারও বিষয়টি নিয়ে ওয়াকিবহাল ৷ রাজ্যের তরফে তামিলনাড়ুতে কাজ করতে আসা সমস্ত পরিযায়ী শ্রমিকের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে ৷

আরও পড়ুন:বিহারের পথ দুর্ঘটনায় পাঁচ পুণ্যার্থীর মৃত্যু

এই প্রসঙ্গে পুলিশ কমিশনার আরও জানান, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের কাছ থেকে দু'টি মোটরবাইকও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সোমবার রাতে ঠিক যে জায়গায় এই ঘটনা ঘটেছিল, সেখান থেকেই এই চার অভিযুক্তকে পাকড়াও করা হয় ৷ এরপরও যদি পরিযায়ী শ্রমিকদের উপর কোনও হামলা হয়, তাহলে অবিলম্বে তা পুলিশকে জানানোর আবেদন করেছেন পুলিশ কমিশনার ৷ তাঁর আশ্বাস, সেক্ষেত্রে আইন অনুসারে কঠোর পদক্ষেপ করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details