পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Road Accident in Gujarat: ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, শিশু-সহ মৃত একই পরিবারের 4 - Truck and Car Head on Collision in Gujarat

Truck and Car Head on Collision in Gujarat: শনিবার রাতে গুজরাতের ভাভার-রাধনপুর সড়কে গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 2:48 PM IST

ভাভার (গুজরাত), 27 অক্টোবর: গুজরাতের ভাভার তালুকের গোশানের কাছে ভাভার-রাধনপুর সড়কে একটি ট্রাক ও গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ৷ এই ঘটনায় শিশু-সহ একটি পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গুজরাতের বনাসকাঁথা জেলার ভাভার তালুকে ৷ উল্লেখ্য, এই এলাকায় সম্প্রতি গাড়ি দুর্ঘটনা বেড়েছে বলে অভিযোগ উঠেছে ৷ কীভাবে এই দুর্ঘটনা ঘটল ? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, ওই পরিবারটি কড়ি থেকে ধনানা গ্রামে যাচ্ছিল গাড়িতে ৷ সেই সময় ভাভারের গোসানের কাছে তাঁদের গাড়ির সঙ্গে একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় ৷ ঘটনার পর লোকজনের ভিড় জমে যায় সেখানে ৷ স্থানীয়রাই পুলিশে ফোন করে দুর্ঘটনার খবর দেয় ৷ ভাভার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ৷ এর পরে গাড়ি থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে দু’জনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷ বাকিদের প্রথমে রাধনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে সেখান থেকে মেহসানার হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

আরও পড়ুন:নতুন বাইক চালিয়ে ঠাকুর দেখা শেষে আর বাড়ি ফেরা হল না দুই ভাইয়ের!

এই দুর্ঘটনায় মৃতেরা হলেন, ভূপতভাই সাভাভাই মালি, বয়স 45 বছর ৷ ভিখাভাই শংকরভাই মালি, বয়স 40 বছর, মতিভাই করশানভাই মালি, বয়স 17 বছর এবং 2 বছরের একটি শিশুকন্যার মৃত্যু হয়েছে ৷ ইটিভি ভারতকে ফোনে ভাভার থানার আধিকারিক জানান, ‘‘ভাভার-রাধনপুর সড়কে গোশান ও রায়তার মধ্যে একটি দুর্ঘটনা ঘটেছে ৷ এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয় ৷ খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি ৷ আহতদের চিকিৎসার জন্য রাধনপুর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে, সেখান থেকে মেহসানায় রেফার করা হয়েছে ৷ চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয় পড়ে ৷’’

ABOUT THE AUTHOR

...view details