বরেলি, 11 মে:কারখানায় বিধ্বংসী আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল 4 জন শ্রমিকের ৷ বুধবার গভীর রাতে উত্তরপ্রদেশের বরেলিতে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা ৷
বরেলির অশোকা ফোমের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । এই অগ্নিকাণ্ডে চারজন শ্রমিকের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৷ আর ছয়জন শ্রমিক আগুনে পুড়ে গুরুতর জখম হয়েছেন ৷ সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতদের অবস্থা আশংকাজনক বলে জানা গিয়েছে । দমকলের পাঁচটি ইঞ্জিন বহুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আনে ৷ তবে কারখানায় কীভাবে আগুন লাগে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি ।
বরেলির লখনউ হাইওয়ের পাশে রয়েছে অশোকা ফোম ফ্যাক্টরি । সেখানে বিছানার গদির ফোম তৈরি করা হয় । বুধবার রাতে ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । যার জেরে বিকট শব্দে বিস্ফোরণ হয় । আগুন লাগার সময় কারখানায় প্রায় 50 জন শ্রমিক ছিলেন ৷ বেশ কয়েকজন দ্রুত পালাতে সক্ষম হলেও কয়েকজন আগুনের মধ্যে কারখানার ভেতরে আটকে পড়েন ।