আমেদাবাদ, 1 ফেব্রুয়ারি: টি-20 সিরিজের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড । আমেদাবাদের এই ম্যাচ জিতলেই সিরিজ দখল করার সুযোগ থাকবে দু'টি দলের কাছে । কিন্তু তাঁর আগেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামের খুব কাছ থেকে 4 কাশ্মীরি যুবককে গ্রেফতার করা হল। সন্দেহজনকভাবে ঘোরাফেরার করার জন্যই তাঁদের আটক করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে । তাছাডা় আরও জানা গিয়েছে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ এমন জায়গাতেও চলে গিয়েছিল এই চারজন (Ahmedabad Police detained four Kashmiri youths)।
সূত্রের খবর, সোমবার বেশি রাতের দিকে ওই চারজনকে স্টেডিয়ামের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায় । আচরণ সন্দেহজনক মনে হওয়ায তাদের গ্রেফতার করা হয়। তারা ওই সময় ওই এলাকায় কী করছিল তার সদুত্তর দিতে পারেনি । আটকের পর টানা জিজ্ঞাসাবাদ চলছে । ঠিক কী কারণে তারা ওই এলাকায় এসেছিল তা জানতে চান তদন্তকারীরা । শীর্ষ পুলিশ আধিকারিকরাও কথা বলেছেন ধৃতদের সঙ্গে ।
আমেদাবাদের মতেরা এলাকার এই স্টেডিয়ামকে গোটা দুনিয়ার ক্রিকেট ভক্তরাই চেনেন। ওই এলাকার নামেই স্টেডিয়ামের নাম 'মতেরা' ছিল। পুরনো হওয়ায় বেশ কিছু সংস্কারের কাজ হয় মতেরায় । এরপর সংস্কারের পর নতুন চেহারায় ধরা দেয় স্টেডিয়াম । নতুন নাম হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে । তারই খুব কাছ থেকে সন্দেহজনক আচরণ করে আটক হল কাশ্মীরের 4 যুবক ।
বুধবারের ম্যাচের জন্য ইতিমধ্যেই শহরে এসে গিয়েছেন দু'দলের ক্রিকেটাররা। স্বভাবতই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । ম্যাচ শুরুর আগে শুধু যাঁদের প্রবেশের অধিকার আছে তাঁদেরই স্টেডিয়ামের ভেতরে যেতে দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, ধৃত চারজন এমন জায়গায় চলে গিয়েছিল যেখানে সাধারণের প্রবেশের অধিকার নেই। এটাই প্রশাসনকে ভাবাচ্ছে । ওই যুবকদের উদ্দেশ্য কী ছিল জানার পাশাপাশি তারা ওই জায়গায় পৌঁছে গেল কী করে সেটাও জানতে চায় পুলিশ ।
আরও পড়ুন: আজ দ্বিতীয় মোদি সরকারের শেষ বড় বাজেট ! রইল কিছু জানা-অজানা তথ্য