পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CRPF Jawans Killed : সুকমায় সিআরপিএফ ক্যাম্পে এলোপাথাড়ি গুলি, মৃত এক বাঙালি-সহ 4 জওয়ান - সিআরপিএফ জওয়ান

সুকমার মারাইগুডা থানা এলাকার সিআরপিএফ 50 ব্যাটেলিয়নে এলোপাথাড়ি গুলি চালনায় মৃত্যু হল 4 জওয়ানের ৷ আহত হয়েছেন আরও তিনজন ৷

CRPF Jawans Killed
সিআরপিএফ ক্যাম্পে এলোপাথারি গুলি, সুকমায় মৃত 4 জওয়ান

By

Published : Nov 8, 2021, 8:08 AM IST

Updated : Nov 8, 2021, 10:33 AM IST

সুকমা, 8 নভেম্বর : এক জওয়ানের এলোপাথাড়ি গুলি চালনায় ছত্তিশগড়ের সিআরপিএফ ক্যাম্পে মৃত্যু হল 4 জওয়ানের ৷ আহত হয়েছেন আরও 3 জন ৷

সুকমার মারাইগুডা থানা এলাকার লিঙ্গমপল্লি সিআরপিএফ 50 ব্যাটেলিয়নে সোমবার সকালে এই ঘটনা ঘটেছে ৷

মৃতরা হলেন ধনজি, রাজীব মণ্ডল, রাজমণি যাদব ও ধর্মেন্দ্র কুমার ৷ মৃত ধনজি ও রাজমণি যাদব বিহারের বাসিন্দা ৷ রাজীব মণ্ডল পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ এই তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ হাসপাতালে মারা যান ধর্মেন্দ্র কুমার ৷ আহত তিন জওয়ানের নাম ধনঞ্জয় সিং, ধর্মাত্মা কুমার, রঞ্জন মহারানা বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Narendra Modi-Yogi Adityanath: মোদি-যোগীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টুইট

আহতদের চিকিৎসা চলছে তেলাঙ্গানার ভদ্রচলম এরিয়া হাসপাতালে ৷ আহতদের অবস্থা আশঙ্কাজনক ৷ দীপাবলির ছুটি নিয়ে জওয়ানদের মধ্যে বচসা থেকেই এই ঘটনা ঘটে বলে খবর ৷

Last Updated : Nov 8, 2021, 10:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details