সিমলা (হিমাচল প্রদেশ), 8 মার্চ: খাদে গাড়ি পড়ে দুর্ঘটনা ঘটল হিমাচল প্রদেশের সিমলার চৌপালে (Car Fell into Ditch in Shimla) ৷ এই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে । বুধবার সকাল সাড়ে 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে । পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে চারজনকে উদ্ধার করেন ৷ কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চারজনেরই মৃত্যু হয় । দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ।
পুলিশ জানিয়েছে, বুধবার পুলিশ খবর পায় যে স্থানীয় নেরুভা বাজার থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে (Car Accident in Shimla) ৷ ঘটনাস্থল ডালটানালা গ্রাম পঞ্চায়েত কেডিতে । গাড়িটি প্রায় 200 মিটার নীচে নর্দমায় পড়ে যায় ৷ ওই গাড়িতে চারজন ছিলেন ৷ চারজনই গুরুতর জখম হন ৷ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর ঘটনা ঘটে ৷ হিমাচল পুলিশের এএসপি সুনীল নেগি জানান, ঘটনাটি ঘটেছে সকালে । ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে ।