পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chhattisgarh : ছত্তিশগড়ে দশেরার শোভাযাত্রায় মানুষকে পিষে দিল গাড়ি, মৃত 1

শুক্রবার দশেরা উপলক্ষ্যে এক শোভাযাত্রা বেরিয়েছিল ছত্তিশগড়ে যশপুর জেলার পথলগাঁও-এর রাস্তায় ৷ আচমকাই দ্রুত গতিতে আসা একটি গাড়ি ঢুকে যায় মিছিলের ভিতরে৷ চাপা দেয় বেশকয়েক জনকে ৷

Chhattisgarh
ছত্তিশগড়ে দশেরার শোভাযাত্রায় মানুষকে পিষে দিল গাড়ি, মৃত 4

By

Published : Oct 15, 2021, 6:27 PM IST

Updated : Oct 15, 2021, 10:07 PM IST

যশপুর (ছত্তিশগড়) : যেন দিনকয়েক আগে উত্তরপ্রদেশের লখিমপুরে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি হল ছত্তিশগড়ের যশপুরে ৷ শুক্রবার দশেরা উপলক্ষ্যে এক শোভাযাত্রা বেরিয়েছিল যশপুর জেলার পথলগাঁও-এর রাস্তায় ৷ আচমকাই দ্রুত গতিতে আসা একটি গাড়ি ঢুকে যায় শোভাযাত্রার ভিতরে ৷ চাপা দেয় বেশকয়েক জনকে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 1 জনের ৷ এই ঘটনায় কমপক্ষে 20 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনা ঘটার মুহূর্তের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

দুর্ঘটনায় আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে ৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, ওই গাড়িতে গাঁজা বোঝাই করা ছিল ৷ ঘটনার পরেই ঘাতক গাড়িটিকে তাড়া করে ধরে ফেলেন স্থানীয়রা ৷ এলাকায় ছড়ায় উত্তেজনা৷ পাথরবৃষ্টি শুরু করেন উত্তেজিত জনতা ৷

আরও পড়ুন : Singhu-Kundli border : যুবকের হাত কেটে মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হল ব্যারিকেডে

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ৷ অভিযোগ উত্তেজিত জনতা পুলিশ ও সাংবাদিকদের লক্ষ্য করে ইটবৃষ্টি ৷ ঘটনায় কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন বলে খবর ৷ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ৷

Last Updated : Oct 15, 2021, 10:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details