ঔরঙ্কাবাদ, 19 নভেম্বর: ভয়াবহ পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হল । আহত হয়েছেন আরও পাঁচজন (Four Dead By Accident on Aurangabad) ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে ঔরঙ্গাবাদের আহমেদনগর হাইওয়ের কাছে ৷ জানা গিয়েছে, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে ৷ পুলিশ সূত্র খবর, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং পাঁচজন আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
জানা গিয়েছে, কাইগাঁওয়ে একটি মারুতি এবং একটি ওয়াগন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে দুটি গাড়িই আক্ষরিক অর্থে দুমড়ে-মুচড়ে গিয়েছে । দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িই প্রচন্ড গতিতে ছিল বলে খবর ৷ দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে ছুটে আসেন । ঘটনাটি পুলিশকেও জানানো হয়েছে । এরপর দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে আহতদের বের করে আনা হয় । তবে চারজন ঘটনাস্থলেই মারা যান । আহত আরও পাঁচজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ।