খাম্মাম, 17 অক্টোবর: দুর্গাপুজোর শোভাযাত্রায় ট্রাক্টর উল্টে মৃত্যু হল 4 জনের ৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার খাম্মাম জেলার আয়াগাড়িপল্লিতে ৷ দুর্ঘটনাটি ঘটে যখন ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ৷ ঘটনায় বেশ কয়েকজন আহত হন ৷ দুর্গাপুজোর একটি শোভাযাত্রা ঠাকুর বিসর্জনের উদ্দেশে কমলাপুরম থেকে মুনেরু নদীতে যাচ্ছিল ৷ ঠিক সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে ৷
এই শোভাযাত্রাটি ঠাকুর বিসর্জনের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ অন্য আরেকটি ট্রাক্টরে কয়েকজন গ্রামবাসী এবং যুবক-যুবতীরা যাচ্ছিল ৷ ট্রাক্টরটি প্রবল গতিতে আয়াগাড়িপল্লির দিকে ঘুরতে গিয়ে আচমকাই উল্টে যায় ৷